Advertisement
Advertisement
Shah Rukh Khan

ছেলের বলিউডে আত্মপ্রকাশের মঞ্চে প্ল্যাটিনাম মোড়ানো ঘড়ি ছিল কিং খানের হাতে, জানেন দাম?

ঘড়ির বেল্টটি কুমিরের চামড়া দিয়ে তৈরি।

Shah Rukh Khan wore watch made of platinum band in Aryan Khan launch programme
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 22, 2025 11:23 am
  • Updated:August 22, 2025 11:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের বলিউডে আত্মপ্রকাশের দিন স্বমেজাজে ধরা দিয়েছিলেন কিং খান। তবে তারকা নয়, মঞ্চে যেন অনেক বেশি প্রকাশ পেয়েছে তাঁর পিতৃসত্ত্বা। ছেলের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন তিনি। যদিও এসবের মাঝেও তাঁর পোশাক থেকে ঘড়ি, সবই নজর কেড়েছিল অনুরাগীদের। জানেন ওইদিন কত দামের ঘড়ি পরেছিলেন এসআরকে?

Advertisement

Shah Rukh Khan DIDN’T get injured on the sets of ‘King'

বুধবার সন্ধেয় ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার ঝলক উন্মোচনের অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল সস্ত্রীক বাদশা শাহরুখ খান ও আরিয়ানকে। সেই অনুষ্ঠানে কালো পোশাকে ধরা দিয়েছিলেন তিনজনই। শাহরুখের পরনে ছিল কালো প্যান্ট ও ব্লেজার। হাতে ছিল আর্ম স্লিং। হাতে ছিল ঘড়ি। যা সকলের নজর কেড়েছিল। জানা গিয়েছে, কিং খানের ওই ঘড়ি প্ল্য়াটিনামে মোড়ানো। যার বেল্টটি কুমিরের চামড়া দিয়ে তৈরি। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

SRK Gets Emotional, Invites Aryan Khan On Stage For The First Time

উল্লেখ্য, ‘ব্যাডস অফ বলিউড’-এর হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান বর্তমানে মায়ানগরীতে ‘টক অফ দ্য টাউন’! শাহরুখপুত্র জানান, ‘ব্যাডস অফ বলিউড’-কে মুক্তির আলো দেখাতে বিগত চার বছর ধরে খেটে যাচ্ছেন তিনি। অবশেষে শত আলোচনার পর সিরিজের ঝলক এসেছে। আপাতত মুক্তির অপেক্ষায়। পরে মা-বাবা গৌরী-শাহরুখকে নিয়ে একফ্রেমেও ধরা দেন আরিয়ান খান। সিরিজের আগাম ঝলকেই সাড়া ফেলে দিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ