সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরিয়ানের জন্ম দেবে গৌরী। থাকার একটা নিশ্চিত ঠিকানা প্রয়োজন। অনেক কষ্ট করে প্রথম বাড়ি কিনেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আসবাব কেনার টাকাও ছিল না। অতীতের সেই কথা সদ্য প্রকাশিত পেঙ্গুইনের কফি টেবিল বুকে জানালেন বলিউড বাদশা।
শাহরুখ-গৌরীর সম্পর্ককে রূপকথার রোম্যান্স বলা যেতেই পারে। প্রায় ছ’বছরের সম্পর্কের পর বিয়ে করেন দু’জন। বাড়ির বিরুদ্ধে গিয়েই শাহরুখের সঙ্গে সংসার পেতেছিলেন গৌরী। ১৯৯৭ সালে প্রথম সন্তান আরিয়ানের জন্ম দেন। শাহরুখ জানান, আরিয়ানের জন্মের আগে বাড়ির খুবই প্রয়োজন ছিল। কিন্তু মুম্বইয়ে বাড়ি কেনার মতো টাকা তাঁর কাছে ছিল না।
তবুও অনেক চেষ্টা করে কিছু টাকা জোগাড় করেছিলেন শাহরুখ। ঝুঁকি নিয়েও কিনেছিলেন ছোট্ট একটি বাড়ি। কিন্তু তার জন্য আসবাব কেনার মতো সাধ্য তাঁর তখন ছিল না। একদিন সোফা কিনতে গিয়ে শাহরুখ আর গৌরী তা বুঝতে পারেন।
শেষে গৌরী নিজে নোটবুকে সোফার ডিজাইন করেন। আর এভাবেই তাঁর ইন্টিরিয়র ডিজাইনের প্রতি আগ্রহ শুরু হয়। যে সোফার ডিডাইন গৌরী করেছিলেন পরে তা মন্নতের জন্য তৈরি করা হয়। আরিয়ানের পর ২০০০ সালে সুহানার জন্ম হয়। সারোগেসির মাধ্যমে তৃতীয় সন্তান আব্রামকে পান শাহরুখ-গৌরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.