সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। তবে বাবার ভূমিকায় তিনি আর পাঁচজন বাবার মতোই। তিন সন্তানের প্রতিই তাঁর অপত্য স্নেহ কিন্তু মেয়ে সুহানা খান বাবার একটু বেশিই আদরের। এবার মেয়ে সুহানার সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে কমেন্ট করে আরও একবার যেন সেই ভালোবাসারই প্রকাশ ঘটালেন শাহরুখ খান।
আসলে দাদা আরিয়ান খান পরিচালিত ও অভিনীত নতুন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র গানে মজেছেন শাহরুখ কন্যা। নিজের সোশাল মিডিয়ায় একটি বেইজ রঙের পোশাকে সেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এদিন সুহানা। পারফেকট মেকআপ, টপ নট করে বাঁধা চুল হাতে ক্লাচ নিয়ে ছবি তুলেছেন সুহানা। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’, বলে রাখা ভাল আজকাল নাকি শাহরুখ কন্যার তাঁর দাদার সিরিজের গানে বেশ মন ডুবে রয়েছে। তবে সবের মাঝেও যা নেটাগরিকদের নজর কাড়েনি তা হল মেয়ের ছবিতে বাবা শাহরুখের কমেন্ট। সবার প্রথম তিনিই কমেন্ট করেছেন সুহানার ছবিতে। লিখেছেন, ‘হ্যাঁ, বদলে গিয়েছে কিন্তু তাও আগের মতোই সুন্দর।’
View this post on Instagram
উল্লেখ্য, শাহরুখপুত্রের জীবনের প্রথম অভিনয়। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর সকলে বলেছিলেন বাবার স্টাইলেই এন্ট্রি হয়েছে তাঁর। শুধু তাই নয় আরিয়ান যখন তাঁর এই সিরিজের কাজে ব্যস্ত ছিলেন তখন ওই একই সময়ে সুহানা ব্যস্ত ছিলেন ‘দ্য আর্চিজ’র শুটিংয়ে। আগামীতে তাঁকে বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে দেখবেন দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.