Advertisement
Advertisement
Akshay Shahrukh Ajay

গুটখার বিজ্ঞাপনের জন্য কেন্দ্রের নোটিস! বিপাকে শাহরুখ-অক্ষয়-অজয়

এর আগে পানমশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয়।

Shah Rukh Khan, Akshay Kumar, Ajay Devgn issued notice in gutka case: Allahabad HC | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2023 9:20 am
  • Updated:December 11, 2023 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুটখা কোম্পানির জন্য বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। এমনই খবর পাওয়া গিয়েছে। এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাই কোর্টকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই তিন তারকাকে এই সংক্রান্ত বিষয়ে নোটিস পাঠানো হয়েছে।

Advertisement

Akshay-Shahrukh-Ajay

গত বছর পানমশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয়। তীব্র সমালোচনা হয়েছিল তাঁর। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে অভিনেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, “আমার অনুরাগীরা মোটেই আমাকে পানমশলার বিজ্ঞাপনে দেখে খুশি নন। আমি আর কোনও দিন এমন বিজ্ঞাপন করব না।” এদিকে এ বিষয়ে অজয় দেবগনের বক্তব্য ছিল, “আমি এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমার মনে হয় বিজ্ঞাপনের দোষ নয়। যদি কোনও বিষয় খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত। শুধু শুধু বিজ্ঞাপনের উপর দোষ চাপানো উচিত নয়।”

[আরও পড়ুন: মহিলারা শুধুই ‘সেক্স অবজেক্ট’? ‘অ্যানিম্যাল’ নিয়ে বিস্ফোরক জবাব অনুরাগের]

উচিত-অনুচিতের এই চর্চার মাঝেই আবার নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এসেছে। যেখানে অক্ষয়, অজয়ের পাশাপাশি শাহরুখ খানকেও দেখা গিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাসেই মামলা হয়েছিল। তার জেরেই মামলাকারী সম্প্রতি জানতে চান, কী ব্যবস্থা হয়েছে? কেন্দ্রের প্রতিনিধির কাছে জবাব চাওয়া হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাই কোর্টকে জানানো হয়, ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে তিন তারকাকে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়, এই একই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। ফলে এলাহাবাদ হাই কোর্টের মামলাটি যেন খারিজ করা হয়।

[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে ধুন্ধুমার, বলিউড ছবি ঘিরে উত্তপ্ত নন্দন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দর্শকদের!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement