Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

‘আমার আছে বুক ছেঁড়া ধন…’, মেয়ে ঋতাভরীর জন্মদিনে বিশেষ উপহার শতরূপা সান্যালের

সোমবারই জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী।

Satarupa Sanyal gave this present to Birthday girl Ritabhari Chakraborty | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 26, 2023 1:40 pm
  • Updated:June 26, 2023 1:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের নতুন বছরে পা রাখল মেয়ে। এমন দিনে মায়ের বিশেষ উপহার কী হতে পারে? একটা কবিতা। ভালবাসা মাখানো কিছু শব্দ। মেয়ে ঋতভরীকে (Ritabhari Chakraborty) এই উপহারই দিলেন শতরূপা সান্যাল। মিষ্টি ছবি শেয়ার করে কবিতা আকারে লিখে দিলেন মনের কিছু কথা।

Advertisement

Satarupa With Ritabhari and Chitrangada

মায়ের সঙ্গে সেলফি তুলেছিলেন ঋতাভরী। সেই ছবি শেয়ার করেই শতরূপা লেখেন,

শুভ জন্মদিন, পলিনিয়া!!
আমার একটা ভালোবাসার পাহাড় আছে
আর আছে এক আদর আদর সমুদ্দুর
মাথার উপর একটা সুনীল আকাশ ছাদ
পায়ের নিচে সবুজ মাটি, প্রাণের সুর।
আমার আছে বুক ছেঁড়া ধন, আত্মজা
আত্মা সত্ত্বা শরীর ছেনে জন্ম তার
তাকেই দিলাম আমার পাহাড় সমুদ্দুর
আকাশ-মাটির ভালোবাসার অঙ্গীকার।
-মা
২৬শে জুন,২০২৩

 

[আরও পড়ুন: প্রেমিক অর্জুনের জন্মদিনে শরীর দুলিয়ে অন্য পুরুষের সঙ্গে নাচ মালাইকার! ভাইরাল ভিডিও ]

‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেন ঋতাভরী। তারপর বড়পর্দায় শুরু হয় তাঁর যাত্রা। ‘তবুও বসন্ত’ থেকে ‘ফাটাফাটি’ পর্যন্ত পার হয়েছে গোটা একটা যুগ। এর মাঝেই আবার বিদেশে পড়াশোনা করেছেন অভিনেত্রী। মাঝে শারীরিক সমস্যার জন্য হাসপাতালে কাটিয়েছেন। ওজন বাড়ার জন্য কটূক্তি শুনেছেন। কিন্তু প্রতিবারই ‘ফাটাফাটি’ করে দুর্দান্তভাবে ফিরে এসেছেন ক্যামেরার সামনে।

Fatafati

‘তোমার মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যিই খুশি’, ঋতাভরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন ‘ফাটাফাটি’ সিনেমার পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবিতে ফুল্লরার সঙ্গে বিকি সেনের যতোই মনোমালিন্য থাক বাস্তবে ঋতাভরীকে ভীষণ ভালবাসেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে তিনিও জানিয়েছেন শুভেচ্ছা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ