Advertisement
Advertisement
Bigg Boss 19

টেলিপর্দার সবচেয়ে মহার্ঘ সঞ্চালক! ‘বিগ বস ১৯’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন সলমন

গতবারের পারিশ্রমিকও নাকি এবার পেরিয়ে যাবেন ভাইজান।

Salman Khan’s total salary for Bigg Boss 19 becomes talk of town
Published by: Biswadip Dey
  • Posted:July 9, 2025 4:53 pm
  • Updated:July 9, 2025 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’ মানেই তিনি। রুপোলি পর্দার মতোই টেলিপর্দাতেও অসম্ভব জনপ্রিয় সলমন খান। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া। কিন্তু এবার যেন নিজেকেই টপকে যাবেন তিনি। জানা যাচ্ছে, গতবার ওই শো বাবদ যা পারিশ্রমিক পেয়েছিলেন এবার তার চেয়েও বেশি উপার্জন করতে চলেছেন ভাইজান। এক বিনোদন ওয়েবসাইটের দাবি তেমনই।

Advertisement

আগস্ট মাসে শুরু হতে চলেছে ‘বিগ বস ১৯’। আগামী মাসের শেষে প্রিমিয়ার হওয়ার কথা। পরবর্তী সাড়ে পাঁচ মাস ধরে টানা চলবে অসম্ভব জনপ্রিয় এই শো। আর সেই শো বাবদ গতবার যেখানে ২৫০ কোটি কামিয়েছিলেন সলমন, এবার সেখানে সম্ভবত ৩০০ কোটিরও বেশি রোজগার করবেন তিনি। ‘বিগ বস ১৭’র জন্য তিনি পেয়েছিলেন ২০০ কোটি টাকা। অর্থাৎ দু’বছর আগের উপার্জনের তুলনায় প্রায় একশো কোটি এবার বেশি রোজগার করতে চলেছেন সলমন। তবে এখনও এই নিয়ে শো কর্তৃপক্ষ বা সলমন সকলেরই মুখে কুলুপ আঁটা। কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে ভাইজানের আকাশছোঁয়া রোজগারের অঙ্ক নিয়ে।

চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এর মধ্যেই দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা। সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। সেই পরিচালকই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement