সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান মানেই মেগাবাজেট ছবি। বিশ্বের বিভিন্ন প্রান্তের চোখধাঁধানো লোকেশনে লম্বা শিডিউলের শুটিং। তবে এবার আর সেপথে হাঁটলেন না বলিউড সুপারস্টার! মাত্র ৪৫ দিনেই ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং শেষ করে সদ্য মুম্বইতে ফিরলেন। আর মায়ানগরীতে পা রেখেই নতুন লুকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে আর্মি অফিসারের চরিত্রের জন্য গোঁফ রেখেছিলেন সলমন। তবে শুটিং শেষ হতেই ভোলবদল! বৃহস্পতিবার রাতে ভাইজানকে দেখা গেল ক্লিন সেভ লুকে। শুটিংয়ের শেষ দিনে তোলা বেশ কিছু ছবি পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানেই ৪৫ দিনে শুটিং সাঙ্গ করার কথা উল্লেখ করেছেন তিনি। সেসব ছবিতেই ধরা পড়ল ক্যামেরার নেপথ্য দৃশ্য। লাদাখের প্রতিকূল আবহাওয়ায় এত কম দিনের শিডিউলে তাও আবার এহেন ‘হেভিওয়েট’ সিনেমার শুটিং শেষ করা যে চারটিখানি কতা নয়, তা বলাই বাহুল্য। তবে টিম ‘ব্যাটেল অফ গালওয়ান’ সেই চ্যালেঞ্জ নিয়েই যুদ্ধজয় করে বৃহস্পতিবার রাতে মুম্বইতে ফিরেছেন।
২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এবার পর্দায় কর্নেল বিকুমল্লা সন্তোষের চরিত্র কতটা পারদর্শীতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারবেন ভাইজান? নজর থাকবে সেদিকে। তবে শোনা যাচ্ছে, লেহ-লাদাখে সিনেমার সিংহভাগ শুটিং শেষ হলেও এখনও কিছু কাজ বাকি রয়েছে। যেগুলি মুম্বইতে হওয়ার কথা।
প্রসঙ্গত, ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। প্রসঙ্গত, লাদাখে শুটিংয়ের ফাঁকে দিন কয়েক আগেই সেখানকার লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন সলমন খান। তার প্রাক্কালে কেন্দ্রীয় প্রতীরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করে এসেছেন তিনি। সময় কাটিয়েছেন জওয়ানদের সঙ্গেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.