সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত কলহ ভুলে তাঁরা ফের করণ-অর্জুন হয়ে উঠেছেন। তাঁদের বন্ধুত্ব বি-টাউনে রীতিমতো দৃষ্টান্ত। আর অর্জুনের জন্মদিনে তাঁর জন্য করণ স্পেশ্যাল কিছু করবেন না, তাও আবার হয়? ঠিক ধরেছেন। শাহরুখ ও সলমনের বন্ধুত্বের কথাই হচ্ছে। শনিবার জন্মদিনে বলিউড তো বটেই গোটা দেশের ভক্তদের ভালবাসা পেয়েছেন কিং খান। ব্যতিক্রম ছিলেন না সল্লু মিঞাও। তবে তাঁর শুভেচ্ছায় ছিল এক মজার টুইস্ট।
শনিবার ৫৪ বছরের পা দিলেন বলিউডের বাদশা। গত বেশ কয়েকটি ছবি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও শাহরুখের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ভালবাসা আর শ্রদ্ধা রয়েছে সেই আগের মতোই। তাই তো মন্নতের সামনে ছিল উপচে পড়া ভিড়। শাহরুখও ভক্তদের নিরাশ করেননি। প্রতিবারের মতো এবারও বাড়ির সামনে এসে জাবড়া ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন। তবে শুধুই ভারত নয়, গোটা বিশ্বে যে তাঁর ভক্ত নেহাত কম নয়, সেটাই প্রমাণ করল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও। দুবাইয়ের বিখ্যাত বুর্জ খালিফা রঙিন হয়ে উঠেছিল কিং খানের নামে। দীর্ঘতম ইমারতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। দুবাই থেকে পাওয়া এমন শুভেচ্ছায় আপ্লুত শাহরুখও। টুইট করে ধন্যবাদও জানিয়েছেন সকলকে। আর বলিউডের ভাইজান? তিনি কী করলেন?
To my brother, the awesomely cool Mr. and . Thanks for making me shine so bright. Your love and kindness is unsurpassable. Wow! This is really the Tallest I have ever been. Love u Dubai. It’s my birthday and I’m the guest!
— Shah Rukh Khan (@iamsrk)
এবার ফেরা যাক তাঁর কথায়। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সলমন। যেখানে তাঁর সঙ্গে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোহেল খান-সহ বি-টাউনের বেশ কিছু চেনা মুখ হাজির। তাঁরা একসঙ্গে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। আর ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান শেষ হতেই সলমন বলে ওঠেন, “তোকে তো ফোন করেছিলাম শাহরুখ। আমার ফোনটা তো ধরতে পারতিস।” পরে আবার সেই পোস্টে রিপ্লাইও করেন কিং খান। লেখেন, “ধন্যবাদ ভাই। তোমাকে খুব মিস করেছি। কিন্তু তুমি তো আজ হায়দরাবাদের মানুষের মনোরঞ্জন করছিলে। ওটা আমার মায়ের শহর। শুভেচ্ছার জন্য অনেক ভালবাসা আর ধন্যবাদ। তাড়াতাড়ি ফিরে এসো যাতে তোমার থেকে জন্মদিনের আলিঙ্গন পাই।” এভাবেই দুই তারকার বন্ধুত্ব অটুট থাকুক। প্রার্থনা তাঁদের শুভাকাঙ্খীদের।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.