Advertisement
Advertisement
Salman Khan

সলমনের আঘাত! পিছিয়ে গেল ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং, কেমন আছেন সুপারস্টার?

সম্পূর্ণ সুস্থ হয়ে 'ব্যাটল অফ গালওয়ান' ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করবেন সলমন।

Salman Khan suffers injuries during Ladakh shoot for Battle of Galwan, returns to Mumbai
Published by: Arani Bhattacharya
  • Posted:September 21, 2025 1:33 pm
  • Updated:September 21, 2025 1:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের অ্যাকশন ঘরানার ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম অংশের শুটিং লাদাখের বুকে শেষ হওয়ার পর এবার মুম্বইয়ে ছবির দ্বিতীয় অংশের শুটিবং শুরুর পালা। এই পুরো শুটিং হয়েছে লাদাখের বেশ দুর্গম অঞ্চলে। এই ছবির শুটিংয়ে গুরুতর চোট পান ভাইজান। তবে সেজন্য ছবির শুটিংয়ে কোনও প্রভাব পড়েনি। বরাবরের মতোই কাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে শুটিং শেষ করেছেন ভাইজান।

Advertisement

দীর্ঘ ৪৫ দিন ধরে লাদাখের বুকে চলেছে অপূর্ব লাখিয়ার বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং। এই ৪৫ দিনের শুটিংয়ের মধ্যে ১৫ দিন ছিল সলমনের অংশের শুটিং। শরীরে চোট নিয়ে ছবির শুটিং শেষ করলেও আপাতত মুম্বইয়ে দ্বিতীয় অংশের শুটিং শুরুর আগে বেশ খানিকটা বিরতি নিয়েছেন ভাইজান। শোনা যাচ্ছে, এই কারণে পিছিয়ে গিয়েছে ছবির শুটিং। সলমন নাকি সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে।

উল্লেখ্য, পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এর আগেই শেয়ার করেছেন ছবির শুটিং নিয়ে বিভিন্ন আপডেট। সেখানেই ৪৫ দিনে শুটিং সাঙ্গ করার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেসব ছবিতেই ধরা পড়েছিল ক্যামেরার নেপথ্য দৃশ্য। লাদাখের প্রতিকূল আবহাওয়ায় এত কম দিনের শিডিউলে এহেন ‘হেভিওয়েট’ সিনেমার শুটিং শেষ করা যে চারটিখানি কথা নয়, তা বলাই বাহুল্য। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ