Advertisement
Advertisement
Salman Khan

খুনের হুমকিতে পরোয়া নেই! গণেশ বিসর্জনের রাতে রাস্তায় খুল্লমখুল্লা নাচ ‘দাবাং’ সলমনের, দেখুন কাণ্ড!

সলমনের সঙ্গে কোমর দোলালেন জাহির-সোনাক্ষীও।

Salman Khan Dances With Sonakshi Sinha, Arpita At Ganesh Visarjan
Published by: Sandipta Bhanja
  • Posted:August 29, 2025 10:06 am
  • Updated:August 29, 2025 10:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর ধরেই ধারাবাহিকভাবে বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছেন সলমন খান। তবুও বেপরোয়া ভাইজান। এবার কড়া নিরাপত্তাবলয়, বুলেট প্রুফ গাড়ি ছেড়ে কিনা মুম্বইয়ের রাস্তায় ‘দাবাং’ মেজাজে ভাইজান! ঢোল-তাশাপার্টিদের মাঝে সলমনকে আর পায় কে? পরিবারের সদস্যদের সঙ্গে তুমুল নাচ ভাইজানের। বৃহস্পতিবার গভীর রাতে এমন ‘ব্লকবাস্টার দৃশ্যে’রই সাক্ষী থাকল মুম্বইবাসী। আর গণেশ বিসর্জনে সলমনের নাচের সেই ভিডিও নেটদুনিয়ায় আপাতত ভাইরাল।

Advertisement

সুপারস্টার সুলভ হাবভাবের লেশমাত্র নেই! পরনে সাদামাটা ধূসর টিশার্ট আর জিন্স। পায়ে চপ্পল। ঢোল-তাশার তালে রাস্তার মাঝে দেদার নাচ সল্লু মিঞার। তাঁকে ঘিরে নাচতে দেখা যায় বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মা-সহ আরও অনেককে। সলমনদের বাড়ির গণপতি বিসর্জনে অংশ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবালও। হাজার হোক, ভাইজানই তাঁদের সম্পর্কের ‘অনুঘটক’। সেইসূত্রে সলমনের সঙ্গে দাবাং মেজাজে পাওয়া গেল তারকাদম্পতিকেও। আর ভাইজানের সেসব নাচের ভিডিওই বর্তমানে নেটপাড়া কাঁপাচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মুসলিম হলেও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। তিনি আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন ভাইজান। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। বিয়ের পর থেকে বিগত কয়েক ধরেই শ্বশুরবাড়িতে স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে জমজমাট পুজোয় আয়োজন করে আসছেন তিনি। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। চলতিবার খান পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা যায়। মা-বাবা, ভাই-বোন, ভগ্নিপতিদের নিয়ে গজাননের আরতি করেন সলমন খান। যে দৃশ্য দেখে আরও একবার ‘সংস্কারি ফ্যামিলি ম্যান’-এর আখ্যা পেলেন সলমন খান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ