Advertisement
Advertisement
Rupanjana Mitra

জগন্নাথের নাম নিয়ে স্নানযাত্রার দিনই সৃজিতের ছবির শুটিং শুরু রূপাঞ্জনার

আউটডোর শুটিং চলছে ছবির। দেখুন ক্যাপশনে কী লিখলেন অভিনেত্রী।

Rupanjana Mitra share photos from first day shoot of Lawho Gouranger Naam Re
Published by: Arani Bhattacharya
  • Posted:June 11, 2025 9:20 pm
  • Updated:June 11, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ জুন, বুধবার জগন্নাথদেবের স্নানযাত্রার দিনেই সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করলেন রূপাঞ্জনা মিত্র। শুটিং ফ্লোর থেকে এদিন নিজের সোশাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছেন তারই কিছু ঝলক। সেই ছবিতেই দেখা যাচ্ছে আউটডোর শুটিং চলছে এই ছবির। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ডুয়িং সামথিং মিনিংফুল’।

Advertisement
ছবি: ফেসবুক স্টোরি

সেই ছবিতে রূপাঞ্জনাকে দেখা যাচ্ছে এক্কেবারে নো মেকআপ লুকে। সাদা শাড়ি, গায়ে গেরুয়া চাদর, মাথায় ঘোমটা ও কপালে তিলক। একইসঙ্গে স্টোরিতে অভিনেত্রী শেয়ার করেছেন পাদুকা পরা একজোড়া পায়ের ছবি। সেই ব্যক্তির মুখ দেখা না গেলেও তিনি যে গেরুয়া বসনে সেজেছেন তা ভালোই বোঝা যাচ্ছে। ওই ছবিতে রূপাঞ্জনা লিখেছেন, ‘খরম পরে কে?’ সত্যিই তো কে এই খরম পায়ে? রহস্য জিইয়ে রেখেছেন পোস্টে অভিনেত্রী। তবে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে তাহলে কি এই খরম পরা পা দিব্যজ্যোতির? এর আগে ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা ও দিব্যজ্যোতি। এবার নাকি এই ছবিতেও তাঁদের মা ও ছেলের ভূমিকাতেই দেখা যাবে বলে গুঞ্জন। যদিও তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। এমনকী ছবিতে কোন চরিত্রে অভিনয় করছেন তিনি সেই বিষয়েও খোলসা করেননি কিছুই।

ছবি: ফেসবুক স্টোরি

সোমবার, সপ্তাহের পয়লা দিনেই শুভ তিথি-নক্ষত্র মেনে হয়েছিল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ। তারকাখচিত টিম নিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে যাত্রা শুরু করেছিলেন পরিচালক। বছর খানকে ধরেই দর্শক-অনুরাগীরা তাকিয়ে রয়েছেন এই সিনেমার শুটিংয়ের দিকে। ছবি নিয়ে কথা এগোনোর সঙ্গে সঙ্গে ১১ জুন থেকে ছবির শুটিং শুরু হবে তা জানানো হয়েছিল ছবির টিমের তরফে। এবার জগন্নাথদেবের নাম নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করলেন সৃজিত জগন্নাথদেবের স্নানযাত্রার দিনেই। প্রথম দিনের শুটিংয়েই যোগ দিয়েছেন রূপাঞ্জনা। ইশা সাহা যোগ দেবেন ১৩ জুন। প্রসঙ্গত, ঘোষণার পর থেকে বারবার ছবির কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে থেকেছে এই ছবি। তবে সোমবার চূড়ান্ত কাস্ট নিয়ে শুভ মহরৎ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, রূপাঞ্জনা মিত্র-সহ গোটা টিম। অবশেষে শুরু হল ছবির শুটিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ