Advertisement
Advertisement
Rudranil Ghosh

বয়ফ্রেন্ড নিয়ে দুই ‘বান্ধবী’র ঝগড়া! ভিডিও দেখে হেসে খুন রুদ্রনীল ঘোষ

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা।

Rudranil Ghosh uploaded this funny video on Instagram | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:November 14, 2021 5:50 pm
  • Updated:November 14, 2021 6:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ‘বান্ধবী’ তুমুল ঝগড়া করছেন। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে দিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। শুধু তাই নয় ক্যাপশনে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজিও দেন অভিনেতা। 

Advertisement
Rudranil Insta Post
ছবি সূত্র – ইনস্টাগ্রাম ভিডিও

ছবি দেখেই কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন। দুই বৃদ্ধার কোন্দলের ভিডিও শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। একজন লাঠি হাতে, অন্যজন হাতপাখা হাতে নিয়েই তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। দুই বৃদ্ধারই গলার স্বর ৬০ ডেসিবেলের অনেক উপরে। আর দু’জনের এই ঝগড়ার বহর দেখেই হেসে খুন রুদ্রনীল। 

Instagram Post of Rudranil
ছবি সূত্র – ইনস্টাগ্রাম ভিডিও

[আরও পড়ুন: Special Ops 1.5 Review: কেমন হল হিম্মত সিংয়ের দক্ষ ‘র’ এজেন্ট হয়ে ওঠার এই কাহিনি?]

দুই বৃদ্ধা কী বলছেন, ঝগড়ার তোড়ে তা বোঝা দায়। তবে রুদ্রনীল ঠাট্টার ছলে ক্যাপশনে লিখেছেন, “আমার বান্ধবীরা…।” রসিকতা করেই অভিনেতা দাবি করেছেন, প্রেমিকের অধিকার নিয়েই লড়ছেন তাঁর এই দুই ‘বান্ধবী’।

অভিনেতার শেয়ার করা এই ভিডিও দেখে অনেকেই হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। একই ইমোজি ব্যবহার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনেকে আবার এই দৃশ্যকে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন ‘গ্রামীণ বিগ বস’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এর আগে মুম্বই থেকে ছবি পোস্ট করেন রুদ্রনীল। অজয় দেবগনের ‘ময়দান’ সিনেমার শুটিংয়ের কিছু অংশ বাকি রয়েছে। সেই শুটিং করতেই গিয়েছেন রুদ্রনীল। সেখানে গিয়ে অভিনেতা গজরাজ রাওয়ের সঙ্গে তাঁর দেখা হয়। অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন রুদ্রনীল। ক্যাপশনে জানিয়েছেন, তাঁর অন্যতম প্রিয় অভিনেতা গজরাজ রাও। খুব শিগগিরিই নতুন ছবির ঘোষণাও করতে পারেন অভিনেতা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: Vicky Katrina Wedding: সাতশো বছরের পুরনো এই দু্র্গে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ে! দেখুন ছবি]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ