Advertisement
Advertisement
Rittika Sen

বেনারসী পরে বাইকে চালাচ্ছেন ঋত্বিকা সেন, অভিনেত্রী চললেন কোথায়?

একেবারে 'ধুম মচালে' মেজাজে রয়েছেন অভিনেত্রী। দেখুন ভিডিও।

Rittika Sen uploaded bike ride video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 7, 2023 7:46 pm
  • Updated:July 7, 2023 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে ‘ধুম মচালে’ মেজাজে রয়েছেন ঋত্বিকা সেন (Rittika Sen)। বেনারসী পরেই চেপে বসেছেন বাইকে। দিব্যি কোমরে আঁচল গুজে চালাচ্ছেন দু-চাকার গাড়ি।

Advertisement

Rittika-Sen-2

কিছুদিন আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন। আবহাওয়ার পরিবর্তনের জেরে ইনফেকশন হয়ে গিয়েছিল। ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে। তবে এখন একেবারে চাঙ্গা অভিনেত্রী। তা এই বাইক সফর দেখলেই বোঝা যায়। প্রথমে সাইকেল চালাচ্ছিলেন অভিনেত্রী। তারপর হাতের ইশারায় হয়ে যায় স্থান-কাল বদল। দেখা যায় বেনারসী শাড়ি পরে একেবারে কনে সেজে বাইক চালাচ্ছেন ঋত্বিকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। কিছুদিন আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘অভিশপ্ত’ ওয়েব সিরিজে।

Rittika Sen is not feeling well | Sangbad Pratidin

তাহলে কি কোনও নতুন সিনেমার জন্য অভিনেত্রীর এই বাইক সফর? যতদূর খবর, তাতে রিলের তাগিদেই রয়্যাল এনফিল্ডে চেপে বসেছিলেন ঋত্বিকা। দেখে মনে হচ্ছে, ব্রিজে গাড়ি চালিয়েছেন অভিনেত্রী। শেষে আবার একহাত মাথার উপরে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Rittika-Sen-3

ঋত্বিকার বাইক চালানোর প্রশংসা অনেকেই করেছেন। তবে অভিনেত্রীর মাথায় হেলমেট না দেখে আমার লেখা হয়েছে, “কলকাতা ট্রাফিক পুলিশ আপনার লোকশন জানতে চাইছে।”

Rittika-Sen

[আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন পরমব্রত চট্টোপাধ্যায়! বলিউডে বিপত্তি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement