সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় অভিনেতা হলেও তিনি রাজনীতিবিদের সন্তান। পরিবারের একাধিক সদস্য রাজনীতির ময়দানে রয়েছেন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই রীতেশের দুই ভাইয়ের। তাঁদের জন্য প্রচারের ময়দানে নেমে পড়েছেন অভিনেতা। আর সেখানেই ‘ধর্মের ধ্বজাধারীদের’ একহাত নিলেন তিনি।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের মেজছেলে রীতেশ। তাঁর বড়ভাই অমিত দেশমুখ লাতুর শহরের বিধায়ক পদ সামলেছেন। আর ছোটভাই ধীরাজ দেশমুখ লাতুর রুরালের বিধায়ক। এবার কংগ্রেসের হয়েই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়ছেন দুজন। ছোটভাইয়ের প্রচার করতে গিয়েই ধর্ম সংক্রান্ত মন্তব্যটি করেন রীতেশ।
ভাইয়ের প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে তারকা বলেন, “শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই ধর্ম। যাঁরা নিষ্ঠাভরে কাজ করেন আসলে তাঁরাই ধর্ম পালন করেন। তাঁদের আলাদা করে কোনও ধর্মের প্রয়োজন হয় না।” এর পরই আবার তিনি বলেন, “যাঁরা দাবি করেন ধর্ম সংকটে, আসলে তাঁদের দলই সংকটে আর নিজেদের ও নিজেদের দলকে বাঁচাতে তাঁরা ধর্মের শরণাপন্ন হন। তাঁদের বলে দিন, আমরা আমাদের ধর্মের বিষয়টি বুঝে নেব, আপনারা উন্নয়নের কথা বলুন।”
भावांसाठी रितेश देशमुख मैदानात । Riteish Deshmukh Speech …
— DRV News (@NewsDrv)
রীতেশের এই মন্তব্যেই অনেকের প্রশ্ন, তারকা কি ভাইয়ের নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করলেন? উল্লেখ্য, পরিবারের রাজনৈতিক ঐতিহ্য থাকলেও রীতেশ অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমাতেও একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। মারাঠি সিনেমার প্রযোজক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। তবে ভাইয়ের জন্য রাজনীতির ময়দানে গিয়ে তারকা বেশ ঝাঁজালো বক্তব্যই পেশ করলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.