Advertisement
Advertisement
Anant-Radhika Pre-wedding

আম্বানিপুত্রের প্রি-ওয়েডিংয়ে রিহানা, অরিজিৎ সিংয়ের গান! থাকছেন ম্যাজিশিয়ানও?

প্রি-ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি।

Rihanna, Arijit Singh reportedly performing at Anant Ambani-Radhika Merchant's pre-wedding | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 24, 2024 4:42 pm
  • Updated:February 24, 2024 4:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং কাকে বলে, মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়ের প্রস্তুতি দেখলেই বোঝা যায়। প্রাক বিবাহ অনুষ্ঠানে শুধু চাঁদ নয়, নক্ষত্রের হাটও বসতে চলেছে। অতিথি তালিকায় একদিকে যেমন ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গদের নাম শোনা যাচ্ছে, অন্যদিকে প্রি-ওয়েডিংয়ের গেস্ট লিস্টে প্রায় গোটা বলিউডই নাকি রয়েছে। এবার খবর পপস্টার রিহানা, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ গান গাইবেন অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে (Anant-Radhika Pre-wedding)।

Advertisement

Anant-Radhika-Pre-wedding

ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির পুত্র ও বিখ্যাত শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা-হাই প্রোফাইল বিয়ের তোড়জোড় চলছে বহুদিন ধরেই। বিয়ের আগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্চের ১ থেকে ৩ তারিখ অবধি তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে। ভেন্যু জামনগরের রিয়ালেন্স গ্রিনস। সূত্রের খবর মানলে, অনুষ্ঠানে দেখা যাবে বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান তথা ইলিউশনিস্ট ডেভিড ব্লেনকেও। নিজের হাতের কারুকাজে অতিথিদের অবাক করে দেবেন তিনি।

[আরও পড়ুন: নিখুঁত শরীর, সুইমস্যুটে উষ্ণতা ছড়াতে তৈরি ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার মেয়ে মাসাবা]

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা। তার পর থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। এনকোর হেল্থ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। ২০১৭ সাল থেকে তিনি ইসপ্রভায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। অনন্তের সঙ্গে তাঁর পরিচয় বহু আগে থেকেই। সম্পর্কে জড়ানোর আগে বন্ধু ছিলেন দুজন।

Ivanka Trump, Bill Gates, Mark Zuckerberg among others will attend pre wedding of Anant Ambani | Sangbad Pratidin

প্রি-ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি। জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা থাকবেন। এছাড়াও বিল গেটস (Bill Gates), মেলিন্ডা গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ডিজনির মতো একাধিক বিশ্বখ্যাত সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয়রা তো থাকছেই।

[আরও পড়ুন: অভিনয়ে মন নেই! আচমকা ফুড ব্লগার হওয়ার সাধ কার্তিক আরিয়ানের, কিন্তু কেন?]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ