সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৬ সালের ২১ জানুয়ারি জন্ম সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)। বেঁচে থাকলে আজ তারকার বয়স হত ৩৭। ফিল্মোগ্রাফিতে হয়তো আরও কয়েকটি নতুন সিনেমার নাম দেখা যেত। কিন্তু তা আর হয়নি। ২০২০ সালে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের পর অনেকটা সময় কেটে গিয়েছে। কিন্তু সুশান্তের স্মৃতি অমলিন। তা সম্বল করেই জন্মদিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন অনুরাগীরা। সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। পুরনো ছবি শেয়ার করেই ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)।
২০২০ সালের ১৪ জুন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর খবর। প্রথমে রটে গেল সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করছেন। তবে দিন এগোতেই সামনে আসতে থাকল একের পর নতুন তথ্য। সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী, এমনও অভিযোগ উঠেছিল। পরে মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাস জেলে থাকার পর মুক্তি পান রিয়া। জন্মদিনে প্রয়াত প্রেমিকের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখেছেন ‘+1’।
এখনও ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে লড়াই করছেন শ্বেতা সিং কীর্তি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি বার্থ ডে ভাই। যেখানেই আছিস ভাল থাকিস (আমার ধারণা তুই হয়তো কৈলাসে ভগবান শিবের সঙ্গে আছিস)। কিন্তু কখনও কখনও তো নিচে তাকাতে পারিস। এখানে তুই কী জাদু যে তৈরি করেছিস দেখতে পারিস একবার। তুই নিজের মতো সোনায় মোড়া মনের আরও অনেক সুশান্তের জন্ম দিয়েছিস।”
Happy Birthday Bhai.Always remain happy wherever you are(I have a feeling you must be hanging out with Shiv Ji in Kailash) At times you should look down and see how much magic you have created. You gave birth to so many Sushants with the heart of gold just like yours.
— Shweta Singh Kirti (@shwetasinghkirt)
সুশান্তের জন্মদিনেই কিয়ারা আডবাণীর পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সুশান্তের সঙ্গে এম এস ধোনি সিনেমায় অভিনয় করেছিলেন কিয়ারা। সেই অভিজ্ঞতাই ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন। কিয়ারা বলেছিলেন, সুশান্ত মাত্র দু’ঘণ্টা ঘুমোতেন। এর যুক্তি হিসেবে তিনি বলতেন। মানুষের মস্তিষ্কের ২ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। এমনকী, যাঁরা আট ঘণ্টা ঘুমোন তাঁদের মস্তিষ্কও নাকি দু’ঘণ্টাই বিশ্রামের জন্য নেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.