Advertisement
Advertisement
Aishwarya Rai Bachchan

বচ্চন পরিবারের দিওয়ালি পুজোয় বাদ বউমা ঐশ্বর্য! অভিমানে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন?

জল্পনা তুঙ্গে।

Reports: Aishwarya Rai Bachchan Leaves Mumbai on Diwali, SKIPS Bachchan Family Puja! | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 13, 2023 4:25 pm
  • Updated:November 13, 2023 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে ভাঙন! বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। এবার জল্পনা দিওয়ালির (Diwali 2023) পুজো নিয়ে। কেন? কারণ একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan)। তাহলে কি বচ্চন পরিবারের দিওয়ালির পুজো থেকে বউমা ঐশ্বর্য বাদ পড়লেন? উঠছে এমন প্রশ্ন।

Advertisement

Bachchans

 

এক সময় সলমন খানের সঙ্গে ঐশ্বর্যর প্রেমের জল্পনা ছিল। তিক্ততা নিয়েই নাকি সেই সম্পর্ক শেষ হয়। তার পর বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বর্যর নাম জড়ায়। কিন্তু শেষমেশ অভিষেক বচ্চনের গলায় মালা দেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে।

[আরও পড়ুন: ফুঁসছে বাংলা! মামলার হুঁশিয়ারিও, ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই মুখ খুললেন রহমান! ক্ষমা চাইলেন?]

২০১১ সালে আরাধ্যা বচ্চনের জন্ম হয়। এই সময়ের মধ্যে নানা সময়ে দু’জনের সম্পর্কের টানাপোড়েনের কথা শোনা যায়। কিন্তু পয়লা নভেম্বর ঐশ্বর্যকে মেয়ে আর মায়ের সঙ্গেই জন্মদিন পালন করতে দেখা যায়। অভিষেক ধারে কিংবা কাছে ছিলেন না। সোশাল মিডিয়াতেও খুবই সাধারণ একটি পোস্ট করেছিলেন বচ্চনপুত্র। ঐশ্বর্যর সাদাকালো ছবি শেয়ার করে শুধু লিখেছিলেন, ‘শুভ জন্মদিন’। মণীশ মালহোত্রার পার্টিতেও প্রাক্তন বিশ্বসুন্দরী একাই গিয়েছিলেন। সেখানে সলমন খানকে দেখা গেলেও অভিষেকের দর্শন মেলেনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এর পর থেকেই অভিষেক-ঐশ্বর্যর মধ্যে দূরত্বের জল্পনা শুরু হয়ে যায়। যাতে ঘৃতাহুতি পড়ে রবিবার। যখন বচ্চন পরিবারের দিওয়ালি পুজোর ঠিক আগে ঐশ্বর্যকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছাড়ছিলেন অভিনেত্রী। এদিকে বিগ বির সঙ্গে ছিলেন তাঁর মেয়ে শ্বেতা। এতেই বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা তুঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: বিয়ের ছমাসের মধ্যেই অঘটন, আলোর উৎসবের মাঝে প্রিয়জনকে হারালেন সুদীপ্তা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement