Advertisement
Advertisement
Pushpa 2

‘পুষ্পা ২’-তেই শেষ নয়, আসছে আরও একটি সিক্যুয়েল! শুটিং শেষের গল্প বললেন রশ্মিকা

বহু অপেক্ষার পর ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত 'পুষ্পা ২'।

Rashmika Mandanna broke down on last day of Pushpa 2 shoot, hints at part 3
Published by: Akash Misra
  • Posted:November 27, 2024 1:19 pm
  • Updated:November 27, 2024 1:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু অপেক্ষার পর ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২’। ট্রেলার প্রকাশ পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে এবার ‘পুষ্পা ২’-এর শুটিংয়ের শেষ দিনে ‘পুষ্পা ৩’-এর ইঙ্গিত দিলেন রশ্মিকা। সঙ্গে জানালেন, ‘পুষ্পা ২’-এর শুটিংয়ের শেষ দিনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘পুষ্পা ২’- নিয়ে লম্বা একটি পোস্ট করেন রশ্মিকা। সেই পোস্টেই লেখেন, ”২৫ নভেম্বর দিনটা আবেগে পরিপূর্ণ ছিল। কীভাবে এই দিনটা বর্ণনা করব, আমি এখনও তা বুঝতে পারছি না। তবুও চেষ্টা তো করবই। ২৪ তারিখ বিকেলে সারাদিন শুটিংয়ের পর চেন্নাইয়ে গেলাম। সেদিনই আবার হায়দরাবাদে ফিরে এলাম। চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়ে ফের শুটিং ফ্লোরে। দারুণ একটা গানের শুটিং করলাম। যেটা কয়েকদিন পর আপনারা জানতে পারবেন। তবে পুষ্পা নিয়ে যে গত ৫ বছর জড়িয়ে ছিলাম, যে টিমের সঙ্গে বেঁধে ছিলাম। সেই অভিজ্ঞতা ভুলব না। ধন্যবাদ আল্লু অর্জুন এবং এস কুমার স্যার। তাই ২৪ নভেম্বর খুব পরিশ্রমের দিন ছিল। কিন্তু জানি এই পরিশ্রম বৃথা যাবে না। ধন্যবাদ সবাইকে।”

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ