সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বিন্দাস থাকেন। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। পাপারাজ্জির সামনে হাসিমুখে পোজ দেন। এহেন প্রাণচঞ্চল রণবীর সিং (Ranveer Singh) পড়েছিলেন মহা বিপদে। বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্যের দিনরাত্রি দেখতে গিয়েছিলেন। সেখানেই ভাল্লুকের তাড়া খেলেন। ভাল্লুকের হাত থেকে বাঁচতে কী কী না করতে হল বলিউডের ‘বাজিরাও’কে। ভিডিও পোস্ট করে জানিয়েছেন সেকথা।
জলে-জঙ্গলে-মরুভূমিতে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন বেয়ার গ্রিলস। রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকাদের পাশাপাশি গ্রিলসের অরণ্য অভিযানের সঙ্গী হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রণবীর এই বিয়ারের সঙ্গে জঙ্গলের অভিযানে বের হবেন, সেই খবর আগেই শোনা গিয়েছিল। এতদিনে আগাম ঝলক প্রকাশ্যে এল।
নন-ফিকশন সিরিজের আকারে রণবীর ও গ্রিলসের অভিযান দেখাবে নেটফ্লিক্স (Netflix)। শোয়ের নাম দেওয়া হয়েছে ‘রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ (Ranveer vs Wild with Bear Grylls)। শোনা গিয়েছে, সাইবেরিয়ায় গোটা শুটিং হয়েছে। যেখানে ভাল্লুক তাড়া করেছিল রণবীরকে। আর বুনো ভাল্লুকের কবল থেকে বাঁচতে বলিউড তারকাকে কখনও মৃতের ভূমিকায় অভিনয় করে জঙ্গলে শুয়ে পড়তে হয়েছে, কখনও আবার নাচ দেখাতে হয়েছে। সেই সমস্ত দৃশ্যের ঝলকই টিজারে দেখা গিয়েছে।
Jungle mein Mangal ! 🤯🤯
Ranveer VS Wild, an interactive special packed with thrilling adventures is COMING SOON on 😎— Ranveer Singh (@RanveerOfficial)
‘জঙ্গল মে মঙ্গল’- এই ক্যাপশন দিয়েই ভিডিওটি প্রকাশ করেছেন রণবীর। শোনা গিয়েছে, বিশেষ এই সিরিজে দর্শকরাও অংশ নিতে পারবেন। তবে তা কীভাবে সম্ভব হবে, তা এখনও জানা সম্ভব হয়নি। শোনা গিয়েছে, আগামী ৮ জুলাই থেকে দেখা যাবে রণবীর ও গ্রিলসের এই কাণ্ডকারখানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.