Advertisement
Advertisement
Ranveer Singh

হাইভোল্টেজ ডান্স পারফরম্যান্সে আম্বানিদের গণপতি উৎসব মাতালেন রণবীর সিং, মিলল ‘পার্টি কিং’ আখ্যা

ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটভুবন। তাল মেলালেন দীপিকাও?

Ranveer Singh Dances During Ganpati Festivities At Antilia, Watch
Published by: Sandipta Bhanja
  • Posted:August 29, 2025 9:20 am
  • Updated:August 29, 2025 9:20 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের যে কোনও অনুষ্ঠান থেকে হাইপ্রোফাইল পার্টির আসর মাতাতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার! তাঁর এনার্জির সঙ্গে পাল্লা দিয়ে ডান্স ফ্লোরে টিকে থাকা যে রীতিমতো চ্যালেঞ্জিং, সেকথা বলিপাড়ার সকলেই জানেন। এবার আম্বানিদের গণপতি উৎসবের অন্তিম লগ্নেও তার ব্যতিক্রম হল না। হাইভোল্টেজ ডান্স পারফরম্যান্সে তাক লাগালেন ‘সুপারস্টার সিং’। যা দেখে অনুরাগীদের উল্লাসের ফোয়ারা নেটভুবনে।

Advertisement

বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোনকে নিয়ে আম্বানিদের আন্তেলিয়ার গণেশপুজোয় যোগ দিয়েছিলেন অভিনেতা। পরনে রং মিলান্তি সোনালী পোশাক। গলায় মন্ত্র লেখা হলুদ উত্তরীয়। ভক্তিভরে বাপ্পাকে ফুল অর্পণ করে প্রণাম করতে দেখা যায় ‘দীপবীর’ জুটিকে। তাঁদের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও। স্বাভাবিকভাবেই আম্বানিদের প্রাসাদোপম আন্তেলিয়ার পুজোর আসরের স্পটলাইটে তখন রণবীর-দীপিকা। আর সেখানেই ‘দেবা শ্রী গণেশা’ গানে লাইভ পারফরম্যান্সে তাক লাগিয়ে দিলেন রণবীর। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। যা দেখে নেটপাড়ার নাগরিকরাও অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, বক্স অফিসে রণবীরের মন্দা বাজার হলেও তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বিশেষ করে ব্যক্তি রণবীর সিংয়ের রসিকতা, তুমুল এনার্জির ভক্ত সকলেই। এবার এই ভিডিও দেখে ভক্তদের একাংশের মত, যে কোনও অনুষ্ঠানের আসর জমাতে হলে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার। অনেকে আবার তাঁকে পার্টি কিং বলেও আখ্যা দিলেন। যদিও রণবীর সিংয়ের সঙ্গে ভিডিওতে দীপিকাকে পা মেলাতে দেখা যায়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

গতবছর গণপতি উৎসবের আবহেই রণবীর-দীপিকার সংসারে লক্ষ্মীর আগমন ঘটেছিল। তবে মেয়ে দুয়ার জন্মের পর থেকে তারকাদম্পতিকে আর সেভাবে একফ্রেমে পাওয়া যায়নি! ‘দীপবীর’ জুটিকে নিয়ে অনুরাগীদেরও আক্ষেপ ছিল, ‘ডুমুরের ফুল’ হয়ে গিয়েছেন তাঁরা। তবে বৃহস্পতিবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে জুটিতে ধরা দিলেন আম্বানিদের গণপতি উৎসবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ