সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ আগস্ট নিজের ৪৪তম জন্মদিন পালন করেছেন। উপহার হিসেবে পেয়েছেন সাইকেল। তার ছবি দুই দিন আগে ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে শেয়ারও করেছেন। এরই মধ্যে এল খবর, হাসপাতালে ভরতি রণদীপ হুডা (Randeep Hooda)। বড়সড় অস্ত্রোপচার হবে তাঁর।
View this post on Instagram
বুধবার সকালে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালের সামনে দেখা যায় অভিনেতাকে। মাস্ক পরে এসেছিলেন রণদীপ। সূত্রের খবর, সাধারণ রোগের জন্য চিকিৎসকের কাছে যাননি অভিনেতা। গিয়েছিলেন হাসপাতালে ভরতি হতে। সকালেই ওই হাসপাতালে ভরতি হয়ে যান রণদীপ হুডা। শোনা গিয়েছে, বড়সড় অস্ত্রোপচার করা হবে তাঁর। তবে কিসের জন্য এই অস্ত্রোপচার? কী সমস্যা হয়েছে অভিনেতার? সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, বুধবারই বলিউড (Bollywood) অভিনেতার অস্ত্রোপচার হওয়ার কথা। এর জন্য সমস্ত প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করানো হয়েছে। করোনা (CoronaVirus) পরিস্থিতির কথা মাথায় রেখে রণদীপের কোভিড (COVID-19) টেস্টও করানো হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই খবর।
২০২০ সাল বলিউডের পক্ষে তেমন একটা সুখকর স্মৃতি এখনও পর্যন্ত রাখেনি। করোনা পরিস্থিতির জন্য শুটিং বন্ধ হয়েছে। প্রেক্ষাগৃহ এখনও পর্যন্ত খোলার অনুমতি মেলেনি। একাধিক বিগ বাজেটের ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ইরফান খান (Irrfan Khan), ঋষি কাপুরের (Rishi Kapoor) মতো অভিনেতা প্রয়াত হয়েছেন। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলা নিয়ে এখনও তদন্ত অব্যাহত। কিছুদিন আগে আবার সঞ্জয় দত্তের (Sanjay Dutt) চতুর্থ পর্যায়ের ক্যানসার ধরা পড়েছে। সম্প্রতি সঞ্জয় দত্তের বন্ধু তথা বলিউড প্রযোজক রাহুল রাহুল মিত্র জানিয়েছেন, অভিনেতার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। এখনও বেশ কিছু শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি। তবে সঞ্জয় একজন যোদ্ধা। মারণ রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। সঞ্জয় দত্তের রোগ নিয়ে অযথা গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন রাহুল। কিন্তু এরই মধ্যে রণদীপের অসুস্থতার খবর ফের চিন্তায় ফেলল চলচ্চিত্র অনুরাগীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.