Advertisement
Advertisement
Ranbir Alia Wedding Details

আলিয়ার ব্যাচেলার্স পার্টিতে শুধুমাত্র দুই নিকট বন্ধু, জানেন বিয়ের মেনুতে থাকছে কী কী?

ইতিমধ্যেই আলোর রোশনাইতে সেজে উঠেছে আর কে হাউস।

Ranbir Kapoor-Alia Bhatt's wedding food menu revealed | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 12, 2022 9:45 am
  • Updated:April 12, 2022 11:39 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে নিয়ে তুমুল শোরগোল বলিউডে। গুঞ্জনের হাত ধরে গোটা দেশে ছড়িয়ে পড়ছে আলিয়া ও রণবীরের বিয়ে নানা তথ্য। কোথায় বিয়ে হবে, কীভাবে সাজবেন রণবীর-আলিয়া, তা নিয়ে জল্পনার শেষ নেই। এই গুঞ্জনের বারুদে আবার আগুন ঢেলেছেন আলিয়ার কাকা রবীন ভাট। লোকমুখে যখন ছড়িয়ে গিয়েছিল ১৭ এপ্রিলই নাকি বিয়ের তারিখ, ঠিক তখনই সংবাদ মাধ্যমে আলিয়ার কাকা রবীন ভাট জানিয়ে দিলেন, ১৭ নয়, ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। শুধু কি কাকা? রণবীরের মা নীতু কাপুর তো টুক করে বলেই ফেললেন, রণবীর আর আলিয়ার নাকি বিয়ে হয়ে গিয়েছে! তবে সে যাই হোক।

Advertisement

গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, হলুদ ট্যাক্সি করে রণবীরের বাড়িতে পৌঁছয় বিয়ের পোশাক। ট্যাক্সির ভিতর দেখা গিয়েছিল, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় লেখা একটি ব্যাগও। নেটিজেনদের ধারণা এই প্যাকেটের ভিতরই রয়েছে রণবীরের বিয়ের পোশাক।

Alia Bhatt

[আরও পড়ুন: ‘রিল আর রিয়েল মেয়ের মধ্যে ফারাক আছে!’ তৃণা সাহাকে খোঁচা অভিষেকের স্ত্রীর!]

তবে শুধু বিয়ের পোশাক নয়। রণবীর ও আলিয়ার বিয়ের মেনুতে কী কী থাকবে তা নিয়েও নানা জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, কাপুর পরিবারের সবাই খাদ্যরসিক। তাই খাবারের মেনুতে রয়েছে এলাহি আয়োজন। খবর অনুযায়ী, মেনুতে থাকছে ইটালিয়ান, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি খাবারও। শুধু তাই নয়, থাকবে কাবাবের জন্য একটা বিশেষ কাউন্টারও। যেখানে তৈরি হবে দেশি-বিদেশি কাবাব। তবে শুধু আমিষ খাবারই নয়। নিরামিষ খাবারেরও থাকবে ঢালাও বন্দোবস্ত।

শোনা গিয়েছে, আলিয়া ও রণবীরের বিয়েতে নাকি মোটে ২৮ জন থাকবেন নিমন্ত্রণের তালিকায়। আলিয়ার কাকা রবীন ভাট সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, নিকট বন্ধু ও আত্মীয়রাই আসবেন রণবীর ও আলিয়ার বিয়েতে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মেনুতে যেমন চমক রয়েছে। তেমনই ব্যাচেলার পার্টিতেও নাকি চমক দেবেন আলিয়া ও রণবীর। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির কয়েকজন নিকট বন্ধু নিয়ে মুম্বইতেই ব্যাচেলার পার্টি সারবেন রণবীর। অন্যদিকে আলিয়া ব্যাচেলার পার্টিতে শুধু হাজির থাকবেন তাঁর সবচেয়ে প্রিয় দুই বান্ধবী অনুষ্কা ও আকাঙ্খা। খবর অনুযায়ী, আলিয়ার ছোটবেলার বন্ধু অনুষ্কা রাজনের বাড়িতেই হবে হবে আলিয়ার জমজমাট ব্যাচেলার পার্টি। তবে এত কিছু ঘটে গেলেও, বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের তারিখ জানাবেন বলিউডের এই তারকা জুটি।

[আরও পড়ুন: ‘গর্ভপাত করাতে বাধ্য করেছে নামী পরিচালক’, কঙ্গনার শোয়ে বিস্ফোরক মন্দানা করিমি ]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ