সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ (Ram Charan)। ‘RRR’ ছবির সৌজন্যে এখন গোটা দুনিয়া তাঁকে একনামে চেনে। এমন তারকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। সাম্মানিক ডক্টরেট পেলেন রামচরণ।
চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় থেকে রামচরণকে এই সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। শুধু অভিনেতা নন, দক্ষিণী তারকা একজন সফল প্রযোজকও বটে। সিনেমায় তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শনিবার এই অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথিও রামচরণই ছিলেন।
Thiru. Ram Charan, Indian actor, film producer, and entrepreneur, receiving an honorary Doctor of Literature degree from Vels University at their 14th Annual Convocation.
— Vels University (@VelsVistas)
হায়দরাবাদের কলেজ থেকে পড়াশোনা শেষ করেন রামচরণ। তার পর কিশোর নমিত কাপুরের অভিনয়ের স্কুলে ভর্তি হয়ে যান। পুরী জগন্নাথের পরিচালনায় ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে রামচরণের অভিনয় সফর শুরু হয়। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব।
অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে বিশ্বে সুখ্যাতি। ১১ বছরের দাম্পত্যের পর আবার সন্তানসুখ পেয়েছেন রামচরণ। গত বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্নিল কারা কোণিদেলা। ২০২৪ সালে এস শংকরের পরিচালনায় তৈরি ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন রামচরণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.