Advertisement
Advertisement
Raktabeej 2

হাসিনা থেকে সংঘাতের বাংলাদেশ! একঝাঁক চমক ‘রক্তবীজ ২’-এ, প্রকাশ্যে এল টিজার

কবে মুক্তি পাবে ছবি জানানো হল দিনক্ষণ।

Raktabeej 2 teaser out now
Published by: Arani Bhattacharya
  • Posted:August 14, 2025 11:11 am
  • Updated:August 14, 2025 11:13 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি ‘রক্তবীজ ২’, অ্যাকশন থ্রিলার ঘরারনার এই ছবি ঘিরে দর্শকের মধ্যে এক তুমুল উন্মাদনা রয়েছে। রথের দিন থেকে শুরু হয়েছে ছবির লুক ও একে একে বিভিন্ন ঝলক সামনে আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে দর্শকের অপেক্ষার প্রহর। এবার প্রকাশ্যে এল ছবির বহু প্রতীক্ষিত টিজার। আর সেখানেই কয়েক ঝলকে নজর কেড়েছে বিভিন্ন চরিত্রগুলি। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে দুই তাবড় অভিনেতা-অভিনেত্রী দেখা যাচ্ছে সীমা বিশ্বাস ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ভারত-বাংলাদেশের মধ্যে চলা দ্বন্দ্ব নিয়ে কথা বলতে দেখা যায় তাঁদের চরিত্রকে। যা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর যে পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে এবং তারপর শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক এরপর ক্রমে যেভাবে তিক্ত হয়েছে তা এই ছবিতে ফুটে উঠবে বলেই আশা করা যাচ্ছে টিজারের কিছু ঝলক দেখে। যা স্বাভাবিকভাবেই দর্শকের মনে কৌতূহল সৃষ্টি করেছে। একইসঙ্গে নজর কেড়েছে অভিনেত্রী সীমা বিশ্বাস। শেখ হাসিনার বেশে নজর কেড়েছেন অভিনেত্রী।

Advertisement

একইসঙ্গে ছবির পঙ্কজ সিংহ এবং সংযুক্তা মিত্র চরিত্রে যথাক্রমে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী আগের মতোই স্বতঃস্ফূর্ত। টিজারে নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরত জাহান ও রহস্যজনক চরিত্রে অঙ্কুশ হাজরা। এনকাউন্টারে মুনিরকে হত্যা করার পরও মুনিরের একইরকম উপস্থিতি কীভাবে সম্ভব তা খুঁজে বের করতে সন্দিহান তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহ। এর আগে ‘রক্তবীজ’এ মাত্র একটি গানে দেখা গিয়েছিল অঙ্কুশকে। তবে ছবি শেষে একঝলক দেখা গিয়েছিল অঙ্কুশকে। সেখান থেকেই বোঝা গিয়েছিল সিক্যুয়েলে অঙ্কুশকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তাইই হল। টিজারে অঙ্কুশকে দেখে বোঝাই যাচ্ছে এক ছকভাঙা চরিত্রে ধরা দেবেন তিনি। এই পুজোয়, ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’।

প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ