সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঁচিশের পুজোর বক্স অফিসে চার-চারটি বহু প্রতীক্ষিত রিলিজ। সেই প্রেক্ষিতেই স্লট পাওয়া নিয়ে দিন দুয়েক ধরেই ‘হল দখল’ লড়াইয়ে সরগরম সোশাল পাড়া। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ঢিল ছোড়াছুড়ি, সবটাই প্রকাশ্যে। এমন আবহেই বৃহস্পতিবার রাতে ‘মুনির’ অঙ্কুশের পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান ‘রঘু ডাকাত’ দেব। এবার বাংলা সিনেমার জয়গান গেয়ে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য টলিউড সুপারস্টারকে আগাম শুভেচ্ছা জানালেন অঙ্কুশ।
পুজোর পর্দায় একদিকে যখন ‘রঘু ডাকাত’-এর সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’ ছবিতে খলচরিত্রে ধরা দেবেন অঙ্কুশ হাজরা। পয়লা ঝলকে ইতিমধ্যেই মুনির আলমের চরিত্রে সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। আর সেই ঠান্ডা মাথার ভিলেনকে দেখেই অগ্রজের মতোই অঙ্কুশের পিঠ চাপড়ে দেন দেব। তবে বাংলা সিনেদুনিয়ার অন্দরে কানাঘুষো, টলিউড সুপারস্টারের সিনেমার জন্য নাকি বাকি তিন বহু প্রতীক্ষিত রিলিজ কোণঠাসা! যদিও প্রেক্ষাগৃহের স্লট পাওয়া নিয়ে এহেন ‘আগাম কারচুপি’র গুঞ্জনকে আমল দিতে নারাজ ওই চার পুজো রিলিজের পরিচালক-প্রযোজকদের অধিকাংশ, তবে এসবের মাঝেই সোশাল পাড়ায় এবার উঁকি দিল দেব-অঙ্কুশের ‘ভাইচারা’। ‘রক্তবীজ ২’ ছবির ট্রেলার শেয়ার করে দেব লিখেছিলেন, ‘দারুণ লাগল। ভাই অঙ্কুশকে শুভেচ্ছা।’ এবার পালটা শুভেচ্ছাবার্তায় ‘রঘু’র উদ্দেশে ‘মুনিরে’র মন্তব্য, “ধন্যভাই ভাই। অনেক ভালোবাসা তোমাকে। আর হ্যাঁ, ২০ তারিখ ‘রঘু ডাকাত’-এর ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছি। এই পুজোয় বাংলা সিনেমার জয় হোক।” দেবকে ধন্যবাদ জানিয়েছেন মিমি চক্রবর্তীও।
উল্লেখ্য, বৃহস্পতিবার ‘রক্তবীজ ২’ ছবির জন্য অঙ্কুশের পাশাপাশি গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড সুপারস্টার। ছবির ট্রেলারে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র চরিত্রে মিমি চক্রবর্তী এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিনহা’র ভূমিকায় আবির চট্টোপাধ্যায়ের অ্যাকশন অবতার নজর এড়ায়নি ‘রঘু ডাকাত’-এর। প্রযোজনা সংস্থা-সহ তারকাদের প্রত্যেকের নামোল্লেখ করেও প্রশংসায় ভরান তিনি। সেই তালিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়ের নামও। যা দেখে অনুরাগীদের মন্তব্য, ‘প্রেক্ষাগৃহের স্লট বিতর্কের ঝড়-ঝাপটার মাঝেও সৌজন্যবোধকেই এগিয়ে রেখেছেন দেব।’ এবার পুজোর বক্স অফিস দখলের রেষারেষি ভুলে ‘ভ্রাতৃত্ববোধ’কে এগিয়ে রাখলেন অঙ্কুশও। প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফেও দেবকে ধন্যবাদ জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.