রমেন দাস: এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে এক উন্মাদনা তৈরি হয়েছে। বড়পর্দায় এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন আপামর বাংলা ছবির দর্শক। তবে পুজো এলেও যাঁদের মনের উপর থেকে আজও চলতি বছরের ২২ এপ্রিলের দিনটার কালো ছায়া স্পষ্ট, যাঁদের কাছে পুজোর আনন্দ আজ নেই। রয়েছে শুধুই মনে বিষাদের ছায়া সেই পহেলগাঁওয়ের হামলায় মৃত পরিবারের সদস্যদের জন্য এবার ‘রক্তবীজ ২’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজনের উদ্যোগ নিল ছবির টিম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই পুজোর ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকছেন পহেলগাঁও হামলায় মৃত বিতান অধিকারী এবং সমীর গুহের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ছবির টিমের তরফে দুই পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর, বুধবার পহেলগাঁও হামলায় মৃত বিতান অধিকারী এবং সমীর গুহের স্ত্রীকে ফোনে আমন্ত্রণ জানান পরিচালকজুটি। আগামী ২০ সেপ্টেম্বর ‘রক্তবীজ ২’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজনের পরিকল্পনা করছে ছবির টিম। মূলত সন্ত্রাসবাদ নির্মূলের বার্তা ছিল ‘রক্তবীজ’ ছবিতে। এবার ‘রক্তবীজ ২’ ছবিতেও সেই মোড়োকেই একই বিষয় ফুটে উঠবে। ছবির বিভিন্ন প্রচার ঝলকেই ছবির বিভিন্ন ঝলক ইতিমধ্যেই টানটান উত্তেজনা তৈরি করেছে দর্শকমনে। সন্ত্রাসবাদ নির্মূলের বার্তা দেওয়া হয়েছে ‘রক্তবীজ ২’ ছবিতেও। আর সেই আবহেই নিজের ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে তৎপর টলিউডের অন্যতম পরিচালকজুটি। একটি ছবি মুক্তি পাওয়া মানেই শুধু বিনোদন নয়, তার সঙ্গে একইভাবে জড়িয়ে থাকে নানা সামাজিক দায়িত্ব তা বারবার প্রমাণ করেছে উইন্ডোজ। এবারও তার ব্যতিক্রম নয়।
উইন্ডোজের তরফে এই উদ্যোগের কথা স্বীকার করা হয়েছে। এই নিয়ে শহিদ বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী জানান, “এখনও মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু ওঁরা আমন্ত্রণ জানিয়েছেন, সন্ত্রাসবাদ শেষ হোক চাই। আমার প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই সম্মতি প্রদান করেছি।” অন্যদিকে শহিদ সমীর গুহের স্ত্রী শবরী গুহের দাবি, “পহেলগাঁওয়ের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর এমন উদ্যোগের পাশে থাকতেই পরিচালকের আমন্ত্রণে সম্মতি প্রদান করেছি।”
আগামী ২৬ সেপ্টেম্বর পর্দায় দুঁদে পুলিশ অফিসার হিসেবে ধরা দেবেন মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, বুধবার ট্রেলার প্রকাশ্যে আসার পরই টিম ‘রক্তবীজ ২’ বুঝিয়ে দিয়েছে পঁচিশের পুজোর বক্স অফিসে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়িতে নারাজ তাঁরা। উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.