সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাজুড়ে বর্তমানে ‘ধূমকেতু’ ঝড়। রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা। এমন দিনের আশাতেই তো বুক বেঁধেছিল টলিউড। যেদিন বলিউড, দক্ষিণের ‘দাদাগিরি’কে যোগ্য জবাব দেবে বাংলা সিনেদুনিয়া। এই সিনেমা যে টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার অন্যতম ‘টনিক’ হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। ১৪ আগস্ট ‘ধূমকেতু’ মুক্তিতে এমনিতেই দেব-শুভশ্রী অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, আর সেই ছবি দেখতে গিয়ে যদি পুজো রিলিজের অগ্রীম ঝলক দেখার সুযোগ হয়, সেটা যে দর্শকদের জন্য উপরি পাওনা হবে, তা বলাই বাহুল্য। এখানেই নতুন সারপ্রাইজ টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদের।
জানা গেল, ১৪ আগস্ট সমস্ত ডলবি অ্যাটমস থিয়েটারে ‘রক্তবীজ ২’-এর রোমাঞ্চকর ঝলক মুক্তি পাচ্ছে। অতঃপর বাংলার ‘ধূমকেতু’ হোক কিংবা বলিউডের মেগাবাজেট হৃতিক-কিয়ারার ‘ওয়ার ২’ বা রজনীকান্তের ‘কুলি’, সব সিনেমার সঙ্গেই ‘রক্তবীজ ২’-এর ঝলক দেখতে পাবেন দর্শকরা। প্রযোজনা সংস্থার দাবি, এই প্রথম কোনও বাংলা সিনেমার টিজার এভাবে দেখানো হবে। অতঃপর স্বাধীনতা দিবসের প্রাক্কালে একদিকে যখন ‘ধূমকেতু’র সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’-এর হাত ধরে প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় দুই পুলিশ অফিসার ‘সংযুক্তা’ মিমি ও ‘পঙ্কজ’ আবিরকে নিয়ে উসকে দেবেন দেশপ্রেম। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের পর্দায় ‘ধূমকেতু’, ‘রক্তবীজ ২’ হবে মিলেমিশে একাকার।
উল্লেখ্য, তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলের প্লটেও চমক রেখেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। অতঃপর চলতি আগস্টেই ‘পুজো বাম্পারে’র ঝলক দেখতে পাবেন দর্শকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.