Advertisement
Advertisement
Raktabeej 2

‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…’, ‘রক্তবীজ ২’তে কোন সতর্কবাণী?

বাস্তব দলিল এবং নন্দিতা-শিবুর ফ্রেম, টলিপাড়ার 'হিট মেশিন'-এর পাসওয়ার্ড।

Raktabeej 2 new song 'Oder Chara Border' by Silajit to coming soon
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2025 1:57 pm
  • Updated:August 19, 2025 2:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা নয়, যেন আস্ত মনস্তত্ত্বের পাঠ দেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফ্রেমে বাস্তব প্রেক্ষাপট ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। তাঁদের ফিল্মোগ্রাফির উপর চোখ রাখলে বোঝা যায় যে, শিবু-নন্দিতার প্রত্যেকেটা ছবিই সমাজের আস্ত বাস্তব দলিল। আর ইউএসপি? সিনেমার জটিল ব্যাকরণের ধাঁধায় না গিয়ে সহজ-সরল ন্যারেটিভই পরিচালকদ্বয়ের সম্বল। অতিনাটকীয়তা, কাকতালীয় বিষয়, যুক্তিবুদ্ধির মারপ্যাঁচ বর্জিত আবেগঘন দৃশ্যায়ণ। যা দেখে বক্সঅফিসের মার্কশিটেও ফুলমার্কস বসিয়ে এসেছেন দর্শকরা। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড দেখিয়ে ‘রক্তবীজ’-এ সাড়া ফেলেছিলেন। এবার সিক্যুয়েলের ক্ষেত্রেও শুধু বাস্তব প্রেক্ষাপটই বেছে নেননি, বরং ছবির গানে-গল্পেও সাম্প্রতিক ইস্যুগুলিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

Advertisement

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন। এবার পরবর্তী গান রিলিজের আগেও মাঠে নেমে পড়েছেন পরিচালক-প্রযোজকদ্বয়। আর সেই গানেরই লাইন- ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ কিন্তু কোন প্রেক্ষিতে এই গান? আসলে উইন্ডোজ বরাবর চিত্রনাট্য মাফিক গল্পের সঙ্গে গানের সাযুজ্য বজায় রেখেছে। তাঁদের ছবিতে গুরুত্ব অনুযায়ী গল্পের সঙ্গে পরিবেশিত হয়ে এসেছে গান। যেখানে গান আলাদা করে একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে। ‘রক্তবীজ ২’-এর ক্ষেত্রেও তার অন্যথা হবে না। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। যেখানে ‘চিকিৎসক মুখোশে’র আড়ালে ‘রক্তবীজ’-এর মতো সন্ত্রাস লালন করতে দেখা যাবে মুনির আলমকে। যাদের কাছে ‘মকসদ’ই মূল। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবং রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার খাতিরে সীমান্ত পারাপার করবে পুলিশ অফিসার সংযুক্তা এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার পঙ্কজ সিনহা। বর্তমানে যখন ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুমুল হইচই, তখন সেই আবহেই ‘রক্তবীজ ২’-এর সতর্কবাণী ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ এই গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ খ্যাত শ্রেষ্ঠা দাস।

তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলেও কাস্টিং, কাহিনিতে মহাচমক। ভিক্টর, মিমি-আবির ত্রয়ী জুটির পাশাপাশি দেখা যাবে অঙ্কুশ হাজরা, নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ