Advertisement
Advertisement
Sourav Ganguly Rajkummar Rao

সৌরভের বায়োপিকের প্রস্তুতি তুঙ্গে! পুজোর পরই কলকাতায় মহারাজের সঙ্গে ১ মাস কাটাবেন রাজকুমার

শহরজুড়ে চলছে 'প্রিন্স অফ ক্যালকাটা'র বায়োপিকের রেইকি, কবে শুরু শুটিং?

Rajkummar Rao to stay with Sourav Ganguly for biopic's prepping
Published by: Sandipta Bhanja
  • Posted:August 27, 2025 5:56 pm
  • Updated:August 27, 2025 7:36 pm   

বৃষ্টি ভাণ্ডারী: পর্দায় তিরাশির বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেবকে ফুটিয়ে তুলতে কিংবদন্তি ক্রিকেটারের বাড়িতে দশ দিন কাটিয়েছিলেন রণবীর সিং। সেই গোটা পর্বে প্রাক্তন অধিনায়কের জীবনশৈলী, রোজনামচা আত্মস্থ করেছিলেন অভিনেতা। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য সেই একই ফর্মুলায় হাঁটতে চলেছেন রাজকুমার রাও। জানা গেল, পুজো কাটলেই একমাসের জন্য কলকাতায় আসছেন অভিনেতা। থাকবেন মহারাজের সঙ্গে।

Advertisement

সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন দেখতে উন্মুখ হয়ে রয়েছেন দর্শক। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ দেখাবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন অভিনেতা। পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না তিনি। তাই নিজেকে প্রস্তুত করতে আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা। তার জেরেই শুটিং শিডিউল পিছিয়েছেন নির্মাতারা। এবার খবর, পুজোর পর অক্টোবর মাসে কলকাতায় পা রাখবেন রাজকুমার রাও। সৌরভের সঙ্গে থেকে তাঁকে কাছ থেকে পরখ করবেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের ব্যক্তিত্ব, বাঁহাতি পারফরম্যান্স থেকে ফিল্ডিং সাজানোর স্ট্র্যাটেজি শিখবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, ছবি- কৌশিক দত্ত

গত মঙ্গলবারই কলকাতায় এসে পৌঁছেছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের নির্মাতারা। খবর, কলকাতায় ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দানের মতো লোকশনগুলিতে ঢুঁ মেরেছেন রেইকির জন্য। এখানেই শেষ নয়। বুধবার রেইকির ফাঁকে টিম নিয়ে মহারাজের বাড়িতে দেখা করে আসেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেছে টিম। ঘনিষ্ঠ সূত্রের খবর, আগামী বছর জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। আর সেটাও ‘দাদা’র নিজের শহর কলকাতা থেকেই।

ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, ছবি- কৌশিক দত্ত

কথা ছিল, চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়। এর আগে রাজকুমার বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।” রাজকুমারের সংযোজন, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ