Advertisement
Advertisement
Rajnikant Yogi Adityanath

বিজেপিকে তেল দিতেই যোগীর পা ছুঁয়ে প্রণাম? অবশেষে মুখ খুললেন রজনীকান্ত

যোগীর পা ছুঁয়ে প্রণাম করায় বিপুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে রজনীকান্তকে।

Rajinikanth on why he touched Yogi Adityanath's feet| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 22, 2023 9:59 am
  • Updated:August 22, 2023 9:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গত, শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের সঙ্গে দেখা করতে যান রজনীকান্ত। বক্সঅফিস কাঁপানো ৭২ বছরের মেগাস্টার ৫১ বছর বয়সি রাজনীতিবিদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। যা দেখে তাজ্জব নেটপাড়া। যোগীর পা ছুঁয়ে প্রণাম করায় বিপুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে রজনীকান্তকে। এমনকী, রজনীকান্তকে শুনতে হয়েছে, তিনি নাকি বিজেপির দালাল!

Advertisement

অবশেষে সব কটাক্ষের উত্তর দিলেন দক্ষিণী সুপারস্টার। লখনউ থেকে চেন্নাইতে ফেরার পর বিমানবন্দরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, ”সন্ন্যাসী বা যোগীকে সবসময়ই পা ছুঁয়ে প্রণাম করি। তা সে ছোট হোক বা বড় হোক। সে যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাক না কেন, আমি তাঁকে এভাবেই সম্মান করি।”

[আরও পড়ুন: আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী, তারার নামকরণ হল অভিনেত্রীর নামে]

শনিবার বয়সে ছোট যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম। রবিবারই অযোধ্যা সফর। হনুমানগড়িতে পুজো দিয়ে রজনীকান্ত মুখ খুলেছেন রামমন্দির নিয়েও। জানিয়েছেন মন্দিরের দ্বারোদ্ঘাটনের অপেক্ষায় তিনি। দক্ষিণী সুপারস্টারের উত্তরপ্রদেশ সফরে একের পর এক চমক। বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দান, সকলের চোখই থালাইভার গতিবিধিতে। আর ৭২ বছর বয়সি মেগাস্টারের ‘কীর্তি’ দেখেই বেজায় চটেছে দ্রাবিড়ভূমের একাংশ। অতঃপর রজনী আন্নাকে কটাক্ষ করতেও পিছপা হলেন না তাঁরা। সেই কটাক্ষরই জবাব দিলেন থালাইভা।

[আরও পড়ুন: রাজ-পরীমণির রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে ‘সুড়ঙ্গ’ খ্যাত নায়িকাও, ব্যাপার কী?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ