Advertisement
Advertisement
Raima Sen

‘তুমি সবসময় হৃদয়ে থাকবে’, সুচিত্রা সেনের জন্মদিনে আবেগপ্রবণ নাতনি রাইমা

রবিবার সুচিত্রা সেনের ৯৪ তম জন্মদিন।

Raima Sen wishes happy birthday to amma Suchitra Sen

ছবি ফেসবুক

Published by: Manasi Nath
  • Posted:April 6, 2025 12:47 pm
  • Updated:April 6, 2025 12:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ, রবিবার মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। ‘আম্মা’র জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নাতনি রাইমা সেন। বাঙালি দর্শক বরাবর অভিনেত্রী রাইমাকে তাঁর দিদিমা সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করেছেন। রাইমার মধ্যে নাকি ‘মহানায়িকা’র আদল সুস্পষ্ট। শুধু চেহারায় নয়, অভিনয় থেকে ব্যক্তিত্ব সবেতেই রাইমার মধ্যে তাঁর প্রিয় ‘আম্মা’র ছায়া দেখতে পান অনুরাগীরা। নায়িকা মাঝে মধ্যেই দিদিমার মতো সেজে সোশাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন। এদিন দিদিমাকে নিয়ে আবেগপূর্ণ পোস্ট করলেন তিনি।

Advertisement

এদিন প্রয়াত মহানায়িকার ৯৪ তম জন্মদিন। আম্মার জন্মদিনে নিজের সোশাল মিডিয়া পেজে দিদিমা-নাতনির এক অদেখা ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে বালিকা রাইমাকে দেখা যাচ্ছে তাঁর প্রিয় আম্মা ও দাদু দিবানাথ সেনের সঙ্গে। নাতনির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মহানায়িকা। ছবির সঙ্গে ক্যাপশনে রাইমা লিখেছেন ‘শুভ জন্মদিন আম্মা, তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।’ পোস্ট দেখে নায়িকাকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

 

মহানায়িকা সুচিত্রা সেন বাঙালি মানসে এক চির উজ্জ্বল আবেগের নাম। উত্তম কুমারের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন আজও আপামর বাঙালির কাছে পরম প্রাপ্তি হয়ে রয়েছে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের আগ্রহের অন্ত ছিল না। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর নিজেকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে রাখতেন অভিনেত্রী। আজও তাঁকে নিয়ে দর্শক অনুরাগীদের কৌতূহল রয়ে গিয়েছে। স্বভাতবই রাইমার শেয়ার করা ছবিটি দেখে দর্শক- অনুরাগীরা উচ্ছ্বসিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ