সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর, শুক্রবার প্রয়াত হয়েছেন স্বনামধন্য শিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া। বিনোদুনিয়া হারিয়েছে এক নক্ষত্রকে। অসমের ভূমিপুত্রের সুরের মূর্ছনায় বুঁদ হয়েছে বারবার অগণিত শ্রোতা। অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও বহু উপজাতির ভাষায় প্রায় ৪০ হাজারের বেশি গান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর মৃত্যুতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন টলিউডের বিভিন্ন শিল্পী। শ্রদ্ধা জানিয়েছিলেন সুপারস্টার দেব নিজেও। ঠিক যেদিন সুপারস্টারের পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ। তার আগের দিনেই এই ছন্দপতনে মুহ্যমান হন সুপারস্টার।
দেবের অসংখ্য ছবিতে গান গেয়েছিলেন জুবিন। পর্দায় পাগল প্রেমিক দেবের ঠোঁটে তখন জুবিনের ‘মন মানে না’ থেকে শুরু করে ‘আয়না মন ভাঙা আয়না’ ঝড় তুলেছে তাঁর অনুরাগীদের মনে। শুধু কি তাই? প্রেমে ধাক্কা খেয়ে বা প্রেমে পড়ে সেই গানেই আশ্রয় খুঁজেছেন বহু ভক্ত। তাই পছন্দের শিল্পীকে এদিন নিজের আগামী ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হল। মঞ্চে তখন রয়েছেন দুই সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য ও নীলায়ন চট্টোপাধ্যায়। নীরবতা পালনের সঙ্গে সঙ্গে গায়ককে গানে গানে স্মরণ করলেন তাঁরা। বললেন, “জুবিনের চলে যাওয়া আকস্মিক। আমরা এই ঘটনা এখনও মন থেকে মানতে পারছি না। জুবিন রকস্টারের মতো বাঁচবে।” দেবের রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় কণ্ঠ দিয়েছেন জুবিন।
মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২। বলিউড মাধ্যম সূত্রে খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে! জানা গিয়েছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.