সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সেপ্টেম্বর উদয়পুরে বিয়ে পর্ব সেরে দিল্লিতে ফিরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। কিন্তু নেটপাড়া এখনও মাত করে রয়েছে রাঘনীতির বিয়ের ছবি ও ভিডিও। ঠিক এই সময়ই নেটপাড়ায় ভাইরাল হল আরও এক ভিডিও। যেখানে দেখা গেল ভাঙড়ার তালে নাচছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিওয়াল নয়, রাঘবের সঙ্গে পা মেলালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান। এই ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
Raghav Chadha and Mann doing bhangra
Advertisement— Harsh Tyagii (@tyagiih5)
রবিবারের গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে ‘রাঘনীতি’র রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বর-রনের ছবি দেখার অপেক্ষায় সোশাল মিডিয়া থেকে চোখ সরছিল না ভক্তদের। কিন্তু রবিবার রাঘব ও পরিণীতি কোনও ছবি শেয়ার করেননি। ভক্তদের আশ মেটে সোমবার। একই ছবি শেয়ার করেন নবদম্পতি। বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। গোলাপি রঙের টপ আর জিনস পরেছিলেন অভিনেত্রী। গোলাপি চূড়ার সঙ্গে ম্যাচ করেই ছিল তাঁর এই সাজ। আর তার উপরে ছিল গোলাপি পঞ্চু। রাঘব প্যান্টস আর ক্যাজুয়াল শার্টই পরেছিলেন।
দিল্লি পৌঁছে অবশ্য হলুদ রঙের চুড়িদার পরেন পরিণীতি। রাঘবের পরনে তখন ছিল পাঞ্জাবি আর হাফকোর্ট। সূত্রের খবর মানলে, দু’টি রিসেপশনের পরিকল্পনা রয়েছে রাঘব ও পরিণীতির পরিবারের। প্রথমটি হবে চণ্ডীগড়ে। আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে পাঞ্জাবের নানা গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। এরপর পরের রিসেপশন দিল্লিতে করা হবে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.