সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্রিস্টাব্দ ১৭৭০। ব্রিটিশদের লুঠতরাজে উত্যক্ত দেশবাসী। ঠিক এমন সময়েই শ্বশুরঘর ত্যাজ্য প্রফুল্লকে ইস্পাতে পরিণত করলেন ভবানী পাঠক। এক সাদামাটা, কোমলস্বভাবা নারী কীভাবে ‘ডাকাতসম্রাজ্ঞী’ হয়ে উঠলেন? লক্ষ্মীবারে সেই ঝলক প্রকাশ্যে এনেই পুজোর বক্স অফিস জয়ের রণহুঙ্কার দিল টিম ‘দেবী চৌধুরানী’।
লোভী ব্রিটিশ সরকারের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে কীভাবে গোপনে সন্ন্যাসী বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিলেন ভবানী পাঠক? কীভাবেই বা প্রফুল্লকে শাণ দেওয়া তরবারিতে পরিণত করলেন তিনি? দেবীপক্ষের প্রাক্কালে মাতৃশক্তির জয়ধ্বনিতে সেই গৌবরগাথাই ফুটে উঠল টুকরো কোলাজে। বঙ্কিম-উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই পিরিয়ড ড্রামার আগাম ঝলকই আভাস দেয় পুজো রিলিজের বক্স অফিস প্রতিযোগিতা এবার সহজ নয়!
গল্পের প্রেক্ষাপট সন্ন্যাসী বিদ্রোহ। যার নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ। ‘রঙ্গরাজ’ এবং ‘নিশি’র ভূমিকায় ততোধিক তুখড় অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। ট্রেলারে ফুটে উঠল প্রফুল্লর শ্বশুরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তীর দাপুটে ব্যক্তিত্ব এবং তার স্বামীর চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ। প্রফুল্লর স্বামী-সোহাগী সতীনের ভূমিকায় দেখা গেল দর্শনা বণিককে। ডাকাতসম্রাজ্ঞীর ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
ইতিহাসনির্ভর এই ছবি মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর। তার প্রাক্কালেই অ্যাকশনের মারপ্যাঁচ, দুরন্ত ভিএফএক্সে নজরকাড়া দেবী চৌধুরানীর ট্রেলার। ঝলকের বেশ কিছু দৃশ্য কাঁটা ধরাল গায়ে! প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। যিনি প্রভাসের ‘আদিপুরুষ’ ছবিটির অ্যাকশন কোরিওগ্রাফের দায়িত্বে ছিলেন এর আগে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল ‘দেবী চৌধুরানী’র মোশন পোস্টার। এবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ চড়ালেন নির্মাতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.