Advertisement
Advertisement

বিয়ের পিঁড়িতে বসেই নেটদুনিয়ার রোষের মুখে প্রিয়াঙ্কা, কিন্তু কেন?

এমন কাণ্ড কেন ঘটালেন দেশি গার্ল? তুঙ্গে বিতর্ক৷

Priyanka Chopra trolled
Published by: Sayani Sen
  • Posted:December 3, 2018 12:03 pm
  • Updated:December 3, 2018 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনি আচরি ধর্ম অপরে শিখাও’ -বাংলার এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছেন? বিয়ে নিয়ে ব্যস্ত পিগি চপস যদিও এ প্রবাদ আগে শুনেছিলেন বলে মনে হয় না৷ জীবনের বিশেষ মুহূর্তের মাঝে এখন এই প্রবাদই তাঁকে শোনাচ্ছেন নেটিজেনরা৷ ব্যাপারটা ঠিক কী বুঝতে পারছেন না, তাই তো?  বিয়ের অনুষ্ঠানে আনন্দ করে বাজি ফাটিয়েছিলেন তিনি৷ আর তাতেই নেটদুনিয়ায় সমালোচনার শিকার অভিনেত্রী৷ 

Advertisement

[পরিণতি পেল প্রেম, খ্রিস্টান মতে বিয়ে হল নিক-প্রিয়াঙ্কার]

হলিউডে পা রাখার পর ‘দেশি গার্ল’-এর মনের ঠিকানা বদলায়৷ নিক জোনাসের সঙ্গে সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকে তাঁর৷ সদ্যই সেই প্রেম পেয়েছে পরিণতি৷ ১ ডিসেম্বর খ্রিস্টান রীতিতে এবং হিন্দু ধর্মমতে ২ ডিসেম্বর বিয়ে করেন দু’জনে৷ যোধপুর ভীষণ পছন্দ নিকের৷ স্বামীর পছন্দকে গুরুত্ব দিয়ে যোধপুরের উমেদ ভবনে বসেছিল বিয়ের আসর৷ নিজের বিয়েতে প্রিয়াঙ্কাই মাত করলেন৷ নাচে-গানে অতিথিদের আনন্দের জোয়ারে ভাসালেন তিনি৷

Priyanka Chopra

[OMG! প্রথমবার ডেটে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে এমনটা করেছিলেন নিক?]

পিগি চপসের বিয়ে বলে কথা, সেখানে যে আড়ম্বর থাকবে তা আর নতুন করে বলার কী-ই বা আছে? গোটা উমেদ ভবন জুড়েই আলোর রোশনাই৷ বাজিও ফাটানো হয়৷ আর তাতেই যত বিতর্কের সূত্রপাত৷ সনাতনী রীতির আগে খ্রিস্ট ধর্মমতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক৷ ওইদিন সন্ধেয় বাজিও ফাটান অনেকেই৷ সেকথা জানাজানি হতেই সমালোচনায় সরব নেটিজেনরা৷ কারণ, এই প্রিয়াঙ্কাই দূষণমুক্ত দীপাবলি উদযাপনের পরামর্শ দিয়েছিলেন। নিকের ঘরনি বলেছিলেন, ‘‘দীপাবলিতে বাজি ফাটাবেন না। আলো জ্বালিয়ে মিষ্টিমুখ করে উদযাপন করুন। দূষণমুক্ত দীপাবলি পালন করুন যাতে আমার মতো শ্বাসকষ্টের রোগী ও পশুপাখি সবাই উৎসব উদযাপন করতে পারে।’’

[প্রিয়াঙ্কা-নিকের প্রি-ওয়েডিং পার্টি পণ্ড করল পুলিশ]

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই প্রিয়াঙ্কার বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। কারণ, দূষণমুক্ত দীপাবলি উদযাপনের আবেদন করেছিলেন ‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী নিজেই। প্রিয়াঙ্কাকে তাঁর উপদেশের কথা স্মরণ করিয়ে নেটিজেনদের টিপ্পনি, বলিউড সেলেবরা বাজি ফাটালেও দূষণ হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও বাজি ফাটাচ্ছেন কেন? কারও আবার খোঁচা, এবার কি নিক-প্রিয়াঙ্কাকে বায়ু দূষণের দায়ে গ্রেপ্তার করবে প্রশাসন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement