Advertisement
Advertisement
Priyanka Chopra

খুদে বয়সেই মেয়ে মালতীকে রুটি বেলতে শেখাচ্ছেন প্রিয়াঙ্কা! মার্কিন মুলুকেও ‘দেশি সংস্কার’

'সুপারমম' প্রিয়াঙ্কা চোপড়ার কীর্তি দেখে প্রশংসা নেটপাড়ার।

Priyanka Chopra shares pic of Malti making rotis, Fans react
Published by: Sandipta Bhanja
  • Posted:August 2, 2024 3:18 pm
  • Updated:August 2, 2024 7:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর ‘পরদেশীবাবু’ও ঠিক সেরকমই। ভারতীয় আচার, সংস্কারে অভ্যস্ত নিক জোনাস। অতঃপর নিক-প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলসের বাড়িতেও পুরোদস্তুর দেশি আদব-কায়দা চলে। এবার দেখা গেল মেয়ে মালতীকে রুটি বেলতে শেখাচ্ছেন মা প্রিয়াঙ্কা। ছোট্ট মিষ্টি নরম হাতে বেলুনি ধরতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

Advertisement

বর্তমানে অস্ট্রেলিয়াতে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত। তার ফাঁকেই কন্যার কীর্তি ফাঁস করলেন দেশি গার্ল। বয়স সবে ২ বছর। আর এরমধ্যেই খানিপিনার স্বাদ বেশ ভালো বোঝে যে। মায়ের মতোই ‘দেশি গার্ল’ মালতী মেরি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ের নাকি বিদেশি বেবি ফুড পছন্দ নয়। মশলাদার এবং চটপটা স্বাদের খাবার বেশ পছন্দ। বিশেষ করে মটর পনির ও বিরিয়ানি। প্রিয়াঙ্কা চোপড়া বিদেশে থাকলেও দেশি খাবারই খান সিংহভাগ দিন। এদিন দেখা গেল, নিক-প্রিয়াঙ্কার ডিনারের মেনু ঢ্যাঁড়শের তরকার আর রুটি। মা মধু চোপড়াই হেঁশেলের দায়িত্বে ছিলেন। আর সেখানেই আরেকটি মিষ্টি ফ্রেম ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, খুদে মালতী ছোট্ট রুটি বেলছে। যা দেখে প্রিয়াঙ্কার ‘দেশি সংস্কারের’ প্রশংসায় পঞ্চমুখ সকলে।

[আরও পড়ুন: ব্যাগে গোটা সংসার, লন্ডনে জুতো হাতে ঘুরছেন স্বস্তিকা, মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কী কাণ্ড!]

২০২২ সালের জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা ও নিকের মেয়ের জন্ম হয়। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী। কাজের ব্যস্ততার মাঝেও মেয়েকে সামলান প্রিয়াঙ্কা। ব্যস্ত শিডিউলে কাজের অবসরে
মাঝেমধ্যেই সপরিবারে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তাঁরা।

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত জীবন দর্শকের খোরাক না হলেই ভালো’, জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন অর্জুন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ