সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোঁয়াশায় মুড়ে রাজধানী। বাতাসে উড়ছে বিষ। হাঁসফাঁস দশা দিল্লিবাসীর। হাজারের গণ্ডি ছাড়িয়েছে বাতাসের গুণমাণের সূচক। সাধারণ মানুষের পাশাপাশি এবার ধোঁয়াশা, দূষণে জেরবার হতে হল প্রিয়াঙ্কা চোপড়াকেও। দিল্লিতে শুটিংয়ে ব্যস্ত বলিউড ও হলিউড অভিনেত্রী। প্রাণভরে শ্বাস নিতে না পারার কষ্টের কথা জানিয়ে এদিন দিল্লির ভয়াবহ পরিবেশ নিয়ে সরব হয়েছেন তিনি।
মুখে মাস্ক পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “এখানে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির শুটিং করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি তো কল্পনাও করতে পারছি না এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সবাইকে। আমাদের তো তবু বায়ু শুদ্ধিকরণের যন্ত্রপাতি ও মুখোশ আছে। গৃহহীনদের জন্য প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকুন।” অন্যদিকে দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে ওই এলাকায় বসানো হল এয়ার পিউরিফায়ার।
View this post on Instagram
রবিবার বাতাসে রেকর্ড দূষণের পর সোমবারও পরিস্থিতি একইরকম ভয়ানক। দূষণ ঠেকাতে সোমবার সকাল আটটা থেকেই চালু হয়েছে জোড়-বিজোড় গাড়ি চালানোর নীতি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজোড় নম্বরের কারপুলে অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে দপ্তরে যান। উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আবার সাইকেল চালিয়ে অফিস গেলেন। একদিন অন্তর জোড়-বিজোড় গাড়ি চললে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে। এর ফলে পেট্রোল-ডিজেল থেকে পরিবেশে যে পরিমাণ দূষণ হয় তা কমবে। মণীশ বলেন, “উত্তর ভারতে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে তা দমন করতে এই মুহূর্তে আমরা আর কিছু করতে পারি না। তবে আমরা যদি জোড়-বিজোড় গাড়ি চালানোর নিয়ম আগামী ১০ দিন মেনে চলি তাহলে পরিবেশ কিছুটা ভাল হবে।”
এদিকে অর্জুন রামপালও দিল্লির বাতাসে বীতশ্রদ্ধ। টুইটারে তিনি লিখেছেন, দিল্লির বায়ু শ্বাস নেওয়ার পক্ষে উপযোগী নয়। দূষণ চোখে দেখা যাচ্ছে। শহরজুড়ে ধোঁয়াশা রয়েছে বলেও জানান অভিনেতা। সবাই মাস্ক ব্যবহার করছে।
Just landed in Delhi,the air here is just unbreathable.Absolutely disgusting what has become of this city.The pollution is visible, dense smog. People arein masks. How much more disaster does one need to wake up and do the right thing? Tell ourselves we are wrong.
— arjun rampal (@rampalarjun)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.