সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৯৭, এরকমই একটা আগস্ট মাসের ক্যালেন্ডারের পাতার শেষ তারিখ। আর সেই শেষ তারিখেই জীবনের খাতার শেষ পাতাটা লিখেছিলেন। তিনি আর কেউ নন ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়না। তাঁর অকালমৃত্যু রীতিমতো আলোড়ন তৈরি করেছিল সারা বিশ্বে। এবার তাঁর জীবন তুলে ধরা হবে পর্দায়।
শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের পর্দায় আসছে প্রিন্সেস ডায়নাকে নিয়েই এক তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রের কাজ নাকি শুরু হবে খুব শিগগিরি। ইতিমধ্যেই তাঁর জন্য আনুষ্ঠানিক ভাবে কথা হয়ে গিয়েছে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের সঙ্গে নেটফ্লিক্সের। ১৯৯৭ সালে প্যারিসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়না। আগামী ২০২৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর ৩০ বছর সম্পূর্ণ হবে। সেই দিনটিকে স্মরণ করেই এই তথ্যচিত্র নির্মাণ। মনে করা হচ্ছে যে ওই সময়েই এই তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ডায়নার মৃত্যুর সময় প্রিন্স হ্যারি মাত্র ১২ বছরের এক বালক। মায়ের মৃত্যু যে তাঁর জীবনে এক বড় অভিশাপ হিসাবে নেমে এসেছিল তা তিনি সবসময়েই স্বীকার করেন। মায়ের মৃত্যু তাঁকে আজও তাড়া করে বেড়ায়। আর তাই মায়ের মৃত্যুর ৩০ বছরে তাঁর স্মরণে এ এক বড় উদ্যোগ হ্যারির তা বলাই বাহুল্য। এখন অপেক্ষা এই তথ্যচিত্রের কাজ কীভাবে এগোয় ও কবে দর্শকের দরবারে আসে তা দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.