Advertisement
Advertisement
Madam Sengupta

‘ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে চমক, কবে মুক্তি পাবে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন ছবি?

ঝাঁ চকচকে পোস্টার একেবারে বাঙালিয়ানায় ভরপুর।

Poster launch of bengali movie 'Madam Sengupta'
Published by: Sayani Sen
  • Posted:April 27, 2025 9:46 pm
  • Updated:April 27, 2025 9:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুরাতন’ ছবি রমরমিয়ে চলছে। তারই মাঝে মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘ম্যাডাম সেনগুপ্ত – আবোল তাবোল হত্যা রহস্য’ ছবির পোস্টার। ঝাঁ চকচকে পোস্টার একেবারে বাঙালিয়ানায় ভরপুর। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। 

Advertisement

সায়ন্তন ঘোষালের এই ছবিতে রাহুল বোসের সঙ্গে জুটি বাঁধছেন ঋতুপর্ণা। সেখানে এক কার্টুনিস্টের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। খুনের রহস্য়ের কিনারাও করবেন তিনি। পোস্টারে ঋতুপর্ণাকে দেখা গিয়েছে খোলা চুলে। পরনে গাঢ় রঙের শাড়ি। ক্যাট আই ফ্রেমড চশমায় নয়া অবতারে ধরা দিলেন অভিনেত্রী। রাহুল বোসকে রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা গিয়েছে। ব্যাকব্রাশ চুল এবং গালে দাড়ি-গোঁফ নেই। পোস্টারে বাবুরাম সাপুড়ে, হুঁকোমুখো হ্যাংলার মতো আবোল তাবোলের বিখ্যাত সব চরিত্রের দেখা গিয়েছে। রহস্যে মোড়া এই ছবির পোস্টার নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। ছবিও সকলের মন কাড়বে বলেই আশা।

গত বছর ছবির শুটিং হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুটিং হয়েছে ছবির। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। ঋতুপর্ণা ও রাহুল বোসের জুটি সকলের মন কাড়বে বলেই আশা গোটা টিমের। দর্শকদের মন কতটা জয় করতে পারবে ‘ম্যাডাম সেনগুপ্ত’, সে উত্তর অবশ্য সময় দেবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ