Advertisement
Advertisement

বিকিনিতে লাস্যময়ী পুনমের এরকম হট অবতার আপনি আগে দেখেননি!

দেখুন মোহময়ী পুনমকে।

Poonam Pandey breaks internet with raunchy bikini pics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2017 10:54 am
  • Updated:September 28, 2019 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমাতে মুখ দেখানোর তেমন সুযোগ জোটে না কপালে। অগত্যা সোশ্যাল মিডিয়াই শেষ ভরসা। সেখানে শরীর দেখানোর কোনও সুযোগই ছাড়তে নারাজ এই বিতর্কিত মডেল-অভিনেত্রী। তবে নেটিজেনদের কাছে তিনি ‘সুইটহার্ট’। সেই পুনম পাণ্ডেই এবার ইনস্টাগ্রামে উষ্ণতার পারদ বেশ কয়েকগুণ বাড়িয়ে দিলেন। একের পর এক খোলামেলা ও বিকিনি ছবি পোস্ট করে ‘নাশা’র অভিনেত্রী লিখেছেন, ‘এই বিকিনির ছবিগুলি আমার সবচেয়ে বেশি প্রিয়।’

Advertisement

তবে নয় নয় করে সোশ্যাল মিডিয়া লাখখানেক ফলোয়ার্স রয়েছে পুনমের। আর তাঁদের চর্চার জন্য দিনরাত প্রায় নগ্ন হয়ে ছবি পোস্ট করতে কার্পণ্য করেন না পুনম। কখনও নিজের বক্ষ বিভাজিকার ছবি পোস্ট করে, কখনও আবার হয়ে ওঠেন সান্টা।

[যৌনমিলনকে দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে ট্রাই করুন এই ৫ যোগাসন]

 

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

হালকা গোলাপি রঙের বিকিনিতে পুনমকে কেমন লাগছে, নিজেই দেখুন।

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

প্রায় নিত্যদিনই কোনও না কোনও কাণ্ড ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডিং’ হয়ে থাকতে পছন্দ করেন পুনম।

[কত জন হবেন আপনার যৌনসঙ্গী? উত্তর মিলবে রাশিচক্রে]

 

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

গত উইকেন্ডে আয়নার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র অন্তর্বাস পরে এই ছবিটি পোস্ট করে পুনম ‘গুড মর্নিং’ উইশ করেন ভক্তদের।

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

নিজের বেডরুমের দরজাও পুনম নেটিজেনদের সামনে হাট করে খুলে দেন অনায়াসে।

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

স্নানের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টকে দিন দিন জনপ্রিয় করে তুলছেন তিনি।

[সম্পর্কে যৌনতা কে বেশি চায়, নারী না পুরুষ?]

 

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

পুনমের এই রুচি নিয়ে সমালোচনা হলেও তাতে কান না দেওয়ারই পক্ষপাতী বিতর্কিত এই অভিনেত্রী। তাঁর সাফ জবাব, ‘আমার শরীর আমি দেখাচ্ছি। তাতে কার কীই বা বলার থাকতে পারে!’

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

ভক্তরাও দিব্যি মজে রয়েছেন পুনমে। অতশত বিতর্কে তাঁদের কিছু যায় আসে না। তাঁরা পুনমের নতুন নতুন ছবি পেলেই খুশি। পুনমের ছবির নিচে কমেন্টেই তাঁর প্রমাণ মিলবে।

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

তবে পুনমের এই সাহসিকতাকে কুর্নিশ। পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা ফ্যান বেস রয়েছে তাঁর।

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

[যৌনতায় উৎসাহ হারাচ্ছেন সঙ্গী! কীভাবে বুঝবেন?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement