ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনুষ (Dhanush) আপাতত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শেখর কামুল্লা পরিচালিত তেলুগু সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ছবির নাম ‘ডি ৫১’। তিরুপতি মন্দিরের সামনে সেই ছবির শুটিংই চলছিল। পরনে মলিন পোশাক। একমুখ দাঁড়ি। ধনুষকে যেন একনজরে চেনা দায়! কিন্তু সিনেমার শুটিং দেখেই সেখানে ভিড় জমাতে শুরু করেন অনেকে। তারপরই বাঁধে গণ্ডগোল! যার জেরে বিপাকে পড়তে হয় দক্ষিণী তারকাকে।
ধনুষের শুটিংয়ের ভিডিও লোকেশন থেকেই ভাইরাল হয়। সেখানেই দেখা যায় যে, অগণিত লোক ভিড় জমিয়েছেন শুটিং দেখতে। যার ফলে তিরুপতি মন্দিরের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশও পরিস্থিতি সামাল দিতে পারেনি। শেষমেশ ভিড়ের ঠেলায় শুটিং বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা।
মঙ্গলবার তিরুপতির আলিপিরির হরে রাম হরে কৃষ্ণ রোডে ব্যাপক যানজট হয়। শুটিংয়ের কারণে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। অন্য রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দেন। তারফলেই যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন বেগতিক হয় যে, শেষমেশ শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়।
sir New Movie shooting 💥 😻 Sir
— DhanushFC (@Dhanush1FC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.