সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। আর এবার বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ার এক পোস্টে পায়েল লিখলেন, ”ভাগ্যিস আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলাম। যদি আমার শুরুটা বলিউডে হত, তাহলে সকলে আমার পোশাক খুলে আমাকে পরিবেশন করত, কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে”।
Thank god, I got launched in South Film Industry, if I would have got launched in they would have removed my clothes to present me, cos they use female bodies more than their creativity 😔
Advertisement— Payal Ghoshॐ (@iampayalghosh)
দু’বছর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর সঙ্গে গলা মিলিয়ে ছিলেন কঙ্গনা রানাউত। পায়েল টুইট করেছিলেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি (Narendra Modi), দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.