Advertisement
Advertisement
Deepika Padukone

যত দোষ গেরুয়া বিকিনির? অবশেষে বিতর্কিত ‘বেশরম রং’ নিয়ে মুখ খুললেন দীপিকা

ঠিক কী বললেন দীপিকা?

Pathaan: Deepika Padukone Reveals A Besharam Rang Secret| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 24, 2023 4:31 pm
  • Updated:January 24, 2023 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-দীপিকা ঠিক করেছিলেন ‘পাঠান’ ছবি নিয়ে সংবাদমাধ্যমকে কোনও সাক্ষাৎকার দেবেন না। বলা চলে, এটাই ছিল বিতর্কের বিরুদ্ধে শাহরুখ ও দীপিকার নিশব্দ বিপ্লব। তবে আর চুপ থাকলেন না। ছবি মুক্তির ঠিক আগের দিন দীপিকা প্রকাশ্য়ে মুখ খুললেন ‘বেশরম রং’ ও বিকিনি নিয়ে।

Advertisement

সম্প্রতি যশরাজ প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে দীপিকার মুখে উঠে এল বিকিনি বিতর্ক। তবে কড়া ভাষায় নয়, বরং বুদ্ধিদীপ্ত উত্তরে দীপিকা বুঝিয়ে দিলেন এসব বিতর্কের মানেই হয় না। এগুলো এড়িয়ে চলাই ভাল।

তা কী বললেন দীপিকা?

ভিডিওতে দেখা গিয়েছে দীপিকার কাছে প্রশ্ন রাখা হয়েছে বিকিনি নিয়ে। সেই প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, বেশরম গানটা শুট করা হয়েছে স্পেনে। এটা একটা পার্টি সঙ। গানটা দেখে যতটা উষ্ণ লাগছে, শুটটা ততটা সহজ ছিল না। দীপিকার কথায়, ‘গানটা দেখে মনে হচ্ছে দারুণ আরামে শ্যুটিং হয়েছে। কিন্তু সেটা একেবারেই নয়। তীব্র হাওয়া, কনকনে ঠান্ডায় বিকিনিতে শুটিং করা বেশ কষ্টকর। তবে ছবিতে গানটা দেখে  উল্টোটাই মনে হবে।’

[আরও পড়ুন: বাড়ি কেনার জন্য নোরা নিয়েছিলেন মোটা অঙ্কের টাকা! চাঞ্চল্যকর দাবি ঠগ সুকেশের ]

২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। কিছুদিন আগে বজরং দল হুমকি দিয়েছিল ছবিটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না। ছবির প্রর্দশন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয় কট্টরপন্থী এই দলের সদস্যরা। এর আগে ছবির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বিতর্কের রং ফিকে হচ্ছে। আর এবার তো দীপিকাও ফুৎকারে উড়িয়ে দিলেন বিকিনি বিতর্ক। 

[আরও পড়ুন:  শাহরুখই ভরসা,’পাঠানে’র হাত ধরে দেশজুড়ে খুলছে কোভিডের পর বন্ধ হয়ে যাওয়া বহু সিনেমা হল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement