Advertisement
Advertisement
Param Piya

‘তুমি আর আমি…’, নতুন বউ পিয়ার হাত জড়িয়ে ভালোবাসায় ভরা পোস্ট পরমব্রতর

বিয়ের তিনটি ছবি শেয়ার করেছেন তারকা।

Parambrata Chatterjee shared picture with wife Piya Chakraborty | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 27, 2023 7:09 pm
  • Updated:November 28, 2023 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিয়ের ছবি শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবারই টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বিয়ে করেছেন পিয়া চক্রবর্তীকে। সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া এর আগে অনুপম রায়ের ঘরনি ছিলেন। ২০২১ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর কিছু সময় পর থেকেই পরমব্রত ও পিয়ার প্রেমের জল্পনা শোনা যেতে থাকে। সেই জল্পনায় এত দিনে সিলমোহর পড়ল।

Advertisement

Param-Piya-1

সোশাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা বার্তা দেন পরমব্রত। অভিনেতা লেখেন, “তাহলে চলো শুরু হোক, তুমি আর আমি… সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়েছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: বিয়ে মানেই ‘বরবাদি’, হঠাৎ করেই ভিডিও পোস্ট নীল-তৃণার! সংসারে সব ঠিক আছে তো?]

২০২১ সালে অনুপম ও পিয়া বিচ্ছেদ ঘোষণা করেন। এই বছরই আবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিলিতে পিয়ার সঙ্গী হন পরমব্রত। শোনা যায়, এই সফরেই নাকি পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে গভীর হয় সখ্য, ঘনঘন দেখা, কফিশপে আড্ডা। তার পর প্রেমের বসন্ত। যদিও পরম তখনও মন দেওয়া-নেওয়ার কথা স্বীকার করতে চাননি।

Param-Piya-2

এর মধ্যেই আবার শোনা যায়, গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন পরমব্রত ও পিয়া। একেবারে মিথ্যে, সাফ জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু প্রেমের জোয়ার আর কোনও গোপনীয়তার বাঁধ মানে না। লন্ডনে নাকি বয়ফ্রেন্ড পরমব্রতর শুটিং দেখতে পৌঁছে গিয়েছিলেন পিয়া। আবার প্রেমিকা ও তাঁর পরিবারের সঙ্গে নাকি পার্ক স্ট্রিটের রেস্তরাঁতেও গিয়েছিলেন পরমব্রত। যাই হোক, যাবতীয় জল্পনা-কল্পনার ইতি। অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। বিয়ে দুপুরেই সম্পন্ন হয়েছে। এবার রিসেপশনের জন্য প্রস্তুত পরমব্রত ও পিয়া। 

Piya-Parambrata-1
ছবি – কৌশিক দত্ত

[আরও পড়ুন: ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে’, অনুপমের পোস্টে একাকীত্ব! পরম-পিয়ার বিয়ের দিন কোথায় তিনি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ