Advertisement
Advertisement
Srijit Mukherji

ব্রাত্য বসুর নাটক অবলম্বনে সৃজিতের ছবি, থাকছেন ঋত্বিক-পরমব্রত

ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক থেকে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমার প্রস্তুতি চলছে।

Parambrata Chatterjee, Ritwick Chakraborty in Srijit Mukherji's next movie
Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2024 10:05 am
  • Updated:November 22, 2024 1:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটক থেকে সিনেমা করার চল নতুন নয়। বিগত কয়েক বছরে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা আরও বেড়েছে। এবার ব্রাত‌্য বসুর লেখা বহুল প্রশংসিত নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়ে ছবি করতে চলেছেন সৃজিত মুখোপাধ‌্যায় (Srijit Mukherji)।

Advertisement

২০২৩ সালের মাঝামাঝিই শোনা গিয়েছিল যে, এই নাটকের রাইটস নিতে পারেন সৃজিত। অবশেষে সেই ছবির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। চলতি বছরেই ছবির অভিনেতাদের নির্বাচন চূড়ান্ত করেছেন তিনি শোনা যাচ্ছে। পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ঘরানার এই নাটকে মঞ্চে বাবা ‘সব‌্যসাচী’র চরিত্রে দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদারকে, সেই চরিত্রে বড়পর্দায় দেখা দেবেন ঋত্বিক চক্রবর্তী। আর ছেলে ‘ইন্দ্র’র চরিত্রে, মঞ্চে করেছিলেন রজতাভ দত্ত, কানাঘুষো সেই রোলে সিনেমায় থাকবেন পরমব্রত চট্টোপাধ‌্যায়। বছরখানেক আগে এই অ‌্যাডাপ্টেশনে অনির্বাণ ভট্টাচার্য থাকতে পারেন বলে জানা গিয়েছিল কিন্তু তা হচ্ছে না। সেক্ষেত্রে এই বছর ঋত্বিক-পরমব্রতকে একাধিক ছবিতে একসঙ্গে পাওয়া যাবে এখনওই বলে দেওয়া যায়। ‘দ্বিতীয় পুরুষ’-এ প্রায় চার বছর পরে পরমব্রতকে সৃজিতের ছবিতে পাওয়া যাবে এবার। অন‌্যদিকে ঋত্বিক ‘ভিঞ্চিদা’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পরে ফের সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন।

এই সিনেমার নাম নাটকের নামেই হতে পারে, তবে এখনও চূড়ান্ত নয়। দেবেশ চট্টোপাধ‌্যায় নির্দেশিত এই নাটকটি যাঁরা দেখেছেন, বা পড়েছেন জানেন যে, গল্পে বিপ্লবী রাজনৈতিক কর্মী সব‌্যসাচী, পুলিশের কাছে যে মোস্ট ওয়ান্টেড, সে ঘটনাচক্রে উধাও হয়ে যায়। প্রায় দুই দশকের বেশি সময় পর সে ফিরে আসে যে পার্কে সে ঘুমিয়ে পড়েছিল সেখানেই। পুরনো মানুষটা নতুন পৃথিবীর মুখোমুখি হয়। ততদিনে সব কিছু পাল্টে গিয়েছে। তার ছেলে ইন্দ্র বাবার আদর্শের সম্পূর্ণ বিপরীত দলের সমর্থক। এরপর কী হয়? সিনেমায় ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। সেক্ষেত্রে ‘পারিয়া’-র পর তাঁর এটা বড় ব্রেক। মায়ের চরিত্রে অনসূয়া মজুমদারের নাম শোনা যাচ্ছে। ‘পদাতিক’, ‘টেক্কা’-র সাফল্যের পর সৃজিতের এই নতুন ছবির শুটিং শুরু হতে পারে জানুয়ারি মাসে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ