সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিল থেকে ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে দুবাই ট্যুরে চললেন আলিয়া ভাট। বৃহস্পতিবার সাতসকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল কাপুরদম্পতিকে। সেখানে রণবীরের ক্লিন সেভ লুকে পাপ্পারাজিরা একেবারে ‘ক্লিন বোল্ড’ হয়ে গেলেও আলিয়াকে খুব একটা গুরুত্ব দিলেন না তাঁরা। তাই স্বামীর পাশে দাঁড়িয়ে পালটা কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।
বৃহস্পতিবার দুবাই যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়াকে ঘিরে ধরল পাপ্পারাজিরা। যেখানে ক্লিন সেভ চেহারায় নতুন লুকে ছক্কা হাঁকালেন রণবীর। অভিনেতাকে খুল্লামখুল্লা প্রশংসাও করলেন উপস্থিত পাপ্পারাজিরা। ভাইরাল ভিডিওতে দেখা গেল, আলিয়ার কাঁধে হাত দিয়ে রণবীর ক্যামেরার সামনে পোজ দিতেই ফটোশিকারিরা চিৎকার করে বললেন- ‘দারুণ লুক!’ প্রত্যুত্তরে আলিয়ার প্রশ্ন, ‘কারটা?’ এরপরই পাপ্পারাজিরা যখন রণবীরের নাম নিলেন, তখন কাপুর বধূ কোনওরকম রেয়াত না করেই তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়লেন- ‘আর আমাকে কেমন লাগছে?’
View this post on Instagram
রণবীর-আলিয়ার সেই মিষ্টি ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। অনুরাগীদের কেউ বলছেন, ‘আলিয়াকে তো একেবারে বাচ্চা লাগছে দেখতে।’ কারও বা আবার মন্তব্য, ‘একসঙ্গে আপনাদের দারুণ মানিয়েছে।’ কেউ বলছেন, ‘অনেকবাদে দুজনে একসঙ্গে ছুটিতে যাচ্ছেন।’
উল্লেখ্য, সদ্য নেটফ্লিক্সের ‘তুড়ুম’ অনুষ্ঠান শেষ করে ব্রাজিল থেকে মুম্বইতে ফিরেছেন আলিয়া ভাট। এবার খুদে রাহাকে বাড়িতে রেখে স্বামী-স্ত্রী চললেন দুবাইতে ছুটি কাটাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.