Advertisement
Advertisement
Kapil Sharma Pannun

‘রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে যাও, কানাডা তোমার জায়গা নয়’, কপিল শর্মাকে হুমকি খলিস্তানি পান্নুনের

কানাডায় ক্যাফে খুলে খলিস্তানিদের চক্ষুশূল! এবার কপিল শর্মাকে খোলাখুলি হুমকি।

Pannun Threatens Kapil Sharma After Canada Cafe Attack
Published by: Sandipta Bhanja
  • Posted:July 12, 2025 4:24 pm
  • Updated:July 12, 2025 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় ক্যাফে খুলে বিপাকে কপিল শর্মা। খলিস্তানিদের রোষানলে পাঞ্জাবের ভূমিপূত্র তথা বলিউড সেলেবদের প্রিয় কৌতুকাভিনেতা। ক্যাফেতে গোলাগুলির পরদিনই খলিস্তানি হরজিৎ সিংহ লাড্ডি সতর্ক করেছিলেন কপিলকে। এবার গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় খোলাখুলি কপিল শর্মাকে কানাডা থেকে পাততাড়ি গুটিয়ে চলে যাওয়ার
হুমকি ছুড়লেন।

Advertisement

সদ্য কানাডায় ক্যাফে খুলেছিলেন কৌতুকশিল্পী তথা অভিনেতা কপিল শর্মা। যার তত্ত্বাবধানে রয়েছেন তাঁর স্ত্রী গিনি চাতার্থ। আর ক্যাফে খোলার দিন কয়েকের মধ্যেই এহেন দুর্ঘটনা। বুধবার রাতে খলিস্তানিদের ৯ রাউন্ড গুলিতে ঝাঁজরা হয় ক্যাফের কাঁচের দেওয়াল। এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি খলিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত। যদিও কোনও হতাহতের খবর নেই, তবে এই ঘটনায় ভেঙে পড়েছেন কপিল শর্মার ক্যাফের টিম। বৃহস্পতিবার রাতেই এক বিবৃতি জারি করে তাঁদের তরফে বলা হয়েছে, “এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি, তবে হাল ছাড়ছি না।” এমন আবহেই ফের হুমকি কপিল শর্মাকে।

unknown attackers fire several rounds at Kapil Sharma's cafe in Canada

কিন্তু কেন কপিলের ক্যাফেতে আক্রমণ? সন্ত্রাসগোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশনালের হরজিৎ সিংহ লাড্ডির মন্তব্য, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়ে এমন মন্তব্য করেন কপিল, যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’ তবে শত্রুতা এখানেই শেষ হয়নি! শনিবার কৌতুকাভিনেতার বিরুদ্ধে সুর চড়ালেন খলিস্তানপন্থী ‘এসএফজে’র নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় কপিল শর্মাকে খোলাখুলি হুমকি দিয়েছেন তিনি। পান্নুনকে সেখানে বলতে শোনা যায়, “কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফেরত চলে যাও। ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে শিকড় গাড়তে দেব না। সেই ভিডিওতেই পান্নুন প্রশ্ন ছোড়েন, “এই ক্যাফে কি শুধুমাত্রই তোমার কৌতুক পরিবেশনের জন্য, নাকি হিন্দুত্ব রপ্তানির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ?” উল্লেখ্য, খলিস্তানপন্থী এই সংগঠন ‘এসএফজে’ ভারতে কালো তালিকাভুক্ত।

জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জমানায় গত কয়েক বছর ধরে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল খলিস্তানি ইস্যুতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ