সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শূন্যে ঝুলছেন আলি আসগর। তাঁর পাশেই রয়েছেন আরেক অভিনেতা। শুটিং চলছিল পুরোদমে। আচমকাই বিপদ। ঝুলন্ত অবস্থায় আচমকাই জ্ঞান হারালেন আলির পাশের শিল্পী। সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের ‘খিলাড়ি’র তৎপরতায় উদ্ধার করা হল অসুস্থ ব্যক্তি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই ভিডিও।
বিনয় প্রভাকরের মতো এক ব্যক্তি ‘X’ হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে তিনি ‘সরফিরা’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “অক্ষয় কুমার প্রত্যেক মানুষের জীবনের কেয়ার করেন। দেখুন কীভাবে কপিল শর্মার শোয়ে তিনি এক মানুষের জীবন বাঁচিয়েছেন। আমাদের মতো একজন সাধারণ মানুষ কিছু বছর আগেও বলিউডে রাজত্ব করত, কিন্তু এখন গোটা বলিউড তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র করছে। উনি অবশ্যই ফিরবেন।”
cares about every life.
In Kapil Sharma show see how he saved a life.
A common man like us was ruling Bollywood few years back but whole Bollywood started doing conspiracy against him.
He will bounce back soon.— Vinay Prabhakar (@akkivinaya)
যদিও ভিডিওটি বেশ পুরনো। কারণ এই ঘটনারই আরেকটি ভিডিও ইউটিউবে ২০১৯ সালে আপলোড করা হয়েছিল। তাছাড়া, এখন আর কপিল শর্মার শোয়ে আলি আসগরকে ‘দাদি’র বেশে দেখা যায় না। গত সপ্তাহেই অক্ষয় কুমারের ছবি ‘সরফিরা’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসে তা বিশেষ সুবিধা করতে পারেনি। আবার সমালোচকদেরও মন পাননি বলিউডের ‘খিলাড়ি’।
এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা জি. আর. গোপীনাথের জীবন অবলম্বনে তামিল ছবি ‘সুরারাই পত্তরু’ তৈরি করেছিলেন পরিচালক সুধা কোঙ্গারা। প্রযোজনার পাশাপাশি সে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন দক্ষিণী তারকা সূরিয়া। সুধাই তৈরি করেছেন হিন্দি ছবি ‘সরফিরা’। তাতে মুখ্য চরিত্রে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস। নতুন এই ছবির প্রযোজনাতেও অংশীদার সূরিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.