Advertisement
Advertisement
Tollywood News

ভালোবাসার যত্নের প্রয়োজন! সৌম্য-শোলাঙ্কির নতুন ছবিতে কোন চমক?

সৌম্যজিৎ আদকের নতুন ছবি 'টেক কেয়ার ভালোবাসা'।

new bengali film take care bhalobasa motion poster launch
Published by: Arani Bhattacharya
  • Posted:June 29, 2025 8:39 pm
  • Updated:June 29, 2025 8:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে পালটে যাচ্ছে ভালবাসার সংজ্ঞা। এমনতা আখছার মনে হয় সকলের। বিশেষত প্রজন্মের ফারাক থাকলে সেই ভাবনা যেন আরও প্রকট হয়। তবে হ্যাঁ কোথাও গিয়ে খানিকটা ভালোবাসার সংজ্ঞা বদলেছে বইকি। সময়ের সঙ্গে সঙ্গে যেমন একটু একটু করে পালটায় যেন ঠিক তেমনি। অনেকেই আবার বলেন সংজ্ঞা যেমন ভালবাসার বদলেছে তেমনি বদলেছে সম্পর্কের আবেগ-অনুভূতিও।

Advertisement

আবার ঠিক এই ধারণার পাশাপাশি অনেকেরই মনে হয় এই সময়ে দাঁড়িয়ে বন্ধু বিনে প্রাণ না বাঁচার মতোই সম্পর্কও বাঁচে না। সম্পর্কে বন্ধুত্ব প্রয়োজন। আর বন্ধুত্ব ও প্রেম একই সুতোয় যদি বাঁধা পড়ে তাহলে কী হবে? সেই গল্পই বলবে সৌম্যজিৎ আদকের নতুন ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’। চার বন্ধুর গভীর বন্ধুত্ব আর তাঁদের ভালবাসা নিয়েই বোনা হবে এই ছবির গল্প। আর সেই চার বন্ধুর চরিত্রে দর্শক দেখবেন শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার ও শ্রীমা ভট্টাচার্যকে।

 

২৯ জুন, রবিবাসরীয় বিকেলে ছবির টিমের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। গোলাপি রঙ্গে খাতার পাতা আর সেখানে একে একে পাতা উলটে আসছে ছবির চরিত্রদের নাম। শোলাঙ্কির চরিত্রের নাম লহরী, সৌম্যর চরিত্রের নাম শাক্য, রাহুলের চরিত্রের নাম ঈশান ও শ্রীমার চরিত্রের নাম সঞ্জনা। রথের দিন এই ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল মোশন পোস্টার ও ছবির চরিত্রদের নাম আর তার সঙ্গে এল ছবির নামের সঙ্গে তাল মিলিয়ে বার্তা। ভালবাসাকে যত্নে রাখার বার্তা। ভালোবাসা যত্নে বাঁচে। অযত্নে তাতে আর পাঁচটা সম্পর্কের মতোই যত্ন করতে হয়। ভালোবাসা হল যাপন করার বিষয়। তাকে শুধুমাত্রই অভ্যাস ভেবে অনেকেই যে ভুল করেন তা হয়তো খানিক শুধরে নিতে পারেন ছবির এই বার্তায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ