Advertisement
Advertisement
Jawan and Pushpa 2

পোস্টারে এত মিল! শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর তুলনায় নেটিজেনরা

এই দুই পোস্টারের নেপথ্যে কিন্তু একজন মানুষই রয়েছেন।

Netizens compares Shah Rukh Khan's Jawan poster with Fahadh Faasil's Pushpa 2: The Rule look | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 8, 2023 2:13 pm
  • Updated:September 1, 2023 4:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের তফাত। সোমবার ‘জওয়ান’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মঙ্গলবার প্রকাশ্যে এল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার। যাতে ‘ব্যাল্ড’ লুকে দেখা গিয়েছে দক্ষিণী তারকা ফাওয়াদ ফাসিলকে। এতেই অবাক নেটদুনিয়া। কারণ দুই পোস্টারের দুই চরিত্রই নেড়া মাথায়। আর দু’জনের চোখেই চশমা।

Advertisement

Jawan-Pushpa

‘জওয়ান’ সিনেমার প্রিভিউতেই শাহরুখের নেড়া মাথা দেখা গিয়েছিল। তা নিয়ে বিস্তর হইচইও হয়েছে। সোমবার ছবির নতুন পোস্টার প্রকাশ করে শাহরুখ লেখেন, “আমি ভাল না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?” এর ২৪ ঘণ্টা পরই প্রকাশ্যে আসে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নয়া পোস্টার। যাতে এসপি ভাওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাওয়াদকে দেখা যাচ্ছে। শাহরুখের জওয়ান লুকের সঙ্গে যাঁর খুব বেশি পার্থক্য নেই বলেই মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী! টলিপাড়ার কোন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন?]

এর মধ্যেই আবার নেটদুনিয়ায় তুল্যমূল্য বিচার শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ দাবি করছেন আল্লু অর্জুন ও ফাওয়াদ ফাসিলের ‘পুষ্পা’ সিনেমার থেকেই শাহরুখ খানের ‘জওয়ান’ লুক নকল করা হয়েছে। শাহরুখ না ফাওয়াদ, কার লুক বেশি ভাল হয়েছে? এই প্রশ্নও করা হয়েছে টুইটারে।

উল্লেখ্য, শাহরুখ খানের ‘জওয়ান’ এবং ফাওয়াদ ফাসিলের ‘পুষ্পা ২: দ্য রুল’ লুকের নেপথ্যে একজন মানুষই রয়েছে। তিনি হলেন ফিল্ম এডিটর লিভিংস্টন অ্যান্টনি রুবেন। অ্যাটলি, সুকুমারের মতো দাক্ষিণাত্যের পরিচালকরা নিজেদের সিনেমার ক্ষেত্রে এনার উপরই ভরসা রাখেন।

[আরও পড়ুন: ‘রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য তৈরি, কিন্তু…’, শর্ত চাপালেন শার্লিন চোপড়া]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ